ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

গাইবান্ধায় বাঁশের সাঁকো ভেঙ্গে চরম ভোগান্তিতে দুই পাড়ের মানুষ

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা

প্রকাশিত: ১৫:৩৫, ২৪ মে ২০২৫

গাইবান্ধায় বাঁশের সাঁকো ভেঙ্গে চরম ভোগান্তিতে দুই পাড়ের মানুষ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার খোর্দ্দা গ্রামে বুড়াইল নদীর ওপর নির্মিত বাঁশের সাঁকো ভেঙে নদীতে ভাসায় দুই পাড়ের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। দীর্ঘ ২৬ বছর ধরে স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে ও নিজেদের অর্থায়নে পরিচালনা করা এই সাঁকোটি বৃষ্টির পানির স্রোত ও কচুরি পানার চাপের কারণে ভেঙে যাওয়ায় পারাপার বাধাগ্রস্ত হয়েছে।

স্থানীয়রা জানায়, পারাপারের জন্য বর্তমানে শুধু নৌকা ছাড়া কোনো বিকল্প নেই। জরুরি প্রয়োজনেও নদী পারাপারে মানুষ সাঁতার কেটে জীবন ঝুঁকিতে ফেলছেন। এসব সমস্যার দ্রুত সমাধানে ব্রিজ নির্মাণ ও কাঁচা রাস্তার পাকা করার দাবি জানিয়েছেন এলাকার কৃষক, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, প্রতিবছর স্থানীয়রা মেরামত করেও সাঁকোর টেকসই রক্ষণাবেক্ষণ করতে পারেননি। বুড়াইল নদী পারাপারের গুরুত্বপূর্ণ এই সাঁকো দিয়ে প্রতিদিন শতশত মানুষ বিনামূল্যে পারাপার হন। পাশাপাশি দেশের বৃহত্তম বেসরকারি সৌর বিদ্যুৎ কেন্দ্র তিস্তা সোলার লিমিটেডের কর্মকর্তা-কর্মচারী ও আলীবাবা থিম পার্কের দর্শনার্থীরাও এই সাঁকো ব্যবহার করেন।

স্থানীয় কৃষক রবিউল ইসলাম বলেন, “আমাদের জমিতে কাজ করতে প্রতিদিন চরে যেতে হয়, সাঁকো না থাকায় অনেক কষ্ট পোহাতে হচ্ছে। দ্রুত ব্রিজ নির্মাণ চাই।”

খোর্দ্দার চরের বাসিন্দা আ. রাজ্জাক বলেন, “সরকারি ভাবে ব্রিজ নির্মাণ করা হলে এলাকার মানুষের দুর্ভোগ কমবে এবং জীবনমান উন্নত হবে।”

উপজেলা প্রকৌশলী সিদ্দিকুর রহমান জানান, “আমি নতুন যোগদান করেছি। ব্রিজ নির্মাণ ও রাস্তা পাকাকরণের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।”

সদর দপ্তরের সহযোগিতায় দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান না হলে এলাকার মানুষের দুর্ভোগ অব্যাহত থাকবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

মিমিয়া

×