ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

আওয়ামী লীগ শেয়ারবাজারকে ক্যাসিনোতে পরিণত করেছে

প্রকাশিত: ১৫:৫০, ২৪ মে ২০২৫

আওয়ামী লীগ শেয়ারবাজারকে ক্যাসিনোতে পরিণত করেছে

ছবি: সংগৃহীত

বিদেশি বিনিয়োগকারীরা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, “গত ১৫ বছরে আওয়ামী লীগ শেয়ারবাজারকে ক্যাসিনোতে পরিণত করেছে।”

রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারে দেশের পুঁজিবাজারের বর্তমান অবস্থা নিয়ে ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, রাজনৈতিক সিন্ডিকেট এবং প্রভাবশালী রাজনীতিবিদদের কারসাজিতে বিগত সরকারের আমলে শেয়ারবাজার থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে।

বক্তারা বলেন, পুঁজিবাজারকে স্থিতিশীল ও বিনিয়োগবান্ধব করতে আগামী বাজেটে সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি।

আমীর খসরু আরও বলেন, “আমাদের ফান্ড ম্যানেজারদের মধ্যে অনেকেই বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছেন। আমার পরিচিত অনেকে এরইমধ্যে এই খাতে কাজ শুরু করেছেন।”

 

: https://www.youtube.com/watch?v=WD4_b9Nq5e8

এএইচএ

×