
ছবি: সংগৃহীত
গত পরশু সকালে কলকাতার ঐতিহ্যবাহী দক্ষিণেশ্বর কালী মন্দিরে পুজো দিলেন কাজল। আশীর্বাদ নিতে মন্দিরে যান এই বলিউড অভিনেত্রী।
গোল্ডেন এমব্রয়ডারিতে সজ্জিত হালকা গোলাপি শাড়িতে কাজলকে দারুণ উজ্জ্বল লাগছিল।
এই ধার্মিক সফরে কাজল তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মা’ নিয়েও কথা বলেন। কাজলের ভাষায়, এটি তার অভিনয়জীবনের সবচেয়ে শক্তিশালী চরিত্র।
এই সিনেমায় এক মমতাময়ী মায়ের চরিত্রে দেখা যাবে কাজলকে, যে নিজের সন্তানকে অশুভ শক্তির হাত থেকে বাঁচাতে মরিয়া। কাজলের পাশাপাশি এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন রণিত রায়, ইন্দ্রনীল সেনগুপ্ত, জিতিন গুলাটি, গোপাল সিং, সূর্যশিখা দাস, জানিয়া ভরদ্বাজ, রূপকথা চক্রবর্তী এবং খেরিন শর্মা।
বিশাল ফুরিয়া পরিচালিত এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন সায়ওয়িন কুয়াদ্রাস। প্রযোজনায় রয়েছেন অজয় দেবগন, জ্যোতি দেশপাণ্ডে এবং কুমার মঙ্গত পাঠক। ছবিটি উপস্থাপন করছে জিও স্টুডিওস এবং দেবগন ফিল্মস।
‘মা’ ছাড়াও কাজলের হাতে রয়েছে কায়োজে ইরানির ‘সরজমিন’। এই সিনেমায় কাজলের সঙ্গে থাকছেন ইব্রাহিম আলি খান, পৃ্থ্বীরাজ সুকুমারন, টোটা রায়চৌধুরী এবং রাজেশ শর্মা।
এছাড়া কাজলের পরবর্তী সিনেমার তালিকায় রয়েছে চরণ তেজ উপ্পালাপাতির ‘মহারাণী—কুইন অফ কুইন্স’। এতে কাজলের সঙ্গে রয়েছেন প্রভু দেবা, নাসিরউদ্দিন শাহ, সাম্যুক্তা মেনন এবং জিশু সেনগুপ্ত।
সূত্র: এনডিটিভি
এএইচএ