
ছবি: সংগৃহীত
ভারতে হিন্দু-মুসলিদ বিদ্বেষ যখন তুঙ্গে তখন মহারাষ্ট্রের পুণে শহরে সম্প্রতি ঘটে গেল এক হৃদয়স্পর্শী ঘটনা। বৃষ্টিতে বিঘ্নিত হিন্দু বিয়েতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে এক মুসলিম পরিবার—যেখানে দুই ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য, সহমর্মিতা এবং সম্প্রীতির এক অসাধারণ নিদর্শন স্থাপন হলো।
মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পুণের ওয়ানওরি এলাকায়। আলংকারণ লন নামে একটি খোলা জায়গায় নির্ধারিত সময় সন্ধ্যা ৬টা ৫৬ মিনিটে হিন্দু দম্পতি সাংস্কৃতি কাঠাওয়াড়ে পাতিল ও নরেন্দ্র গালন্দে পাতিলের বিয়ের আয়োজন চলছিল। ঠিক সেই মুহূর্তে শুরু হয় প্রবল বৃষ্টি, যা পুরো আয়োজনকেই ঝুঁকির মুখে ফেলে দেয়।
সেই সময় পাশেই অবস্থিত একটি কমিউনিটি হলে এক মুসলিম পরিবারের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠান চলছিল। বৃষ্টিতে বিপাকে পড়া হিন্দু পরিবারটি তৎক্ষণাৎ মুসলিম পরিবারটির অনুমতি চায় তাদের হলটি কিছুক্ষণের জন্য ব্যবহার করতে।
গালন্দে পাতিল পরিবারের এক সদস্য বলেন, “আমরা কাজি পরিবারকে বিষয়টি জানালে, তারা কোনো দ্বিধা না করেই সম্মতি দেন এবং দ্রুত মঞ্চটি আমাদের ব্যবহারের জন্য খালি করে দেন।”
শুধু তাই নয়, মুসলিম পরিবারের অতিথিরাও সাহায্যে এগিয়ে আসেন। হিন্দু বিয়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় আনুষ্ঠানিকতা সুষ্ঠুভাবে সম্পন্ন হয় মুসলিম পরিবারের মঞ্চেই।
এরপর দুই সম্প্রদায়ের মানুষ একসঙ্গে আনন্দে মেতে ওঠেন। একত্রে ভোজে অংশ নেন এবং নবদম্পতিরা (মাহিন ও মহসিন কাজি এবং নরেন্দ্র ও সাংস্কৃতি পাতিল) একসঙ্গে ছবি তোলেন মঞ্চে।
এই ঘটনা ভারতের ধর্মীয় সহনশীলতা ও মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
মুমু