ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

হঠাৎ আমেরিকানরা নিজ দেশ ছেড়ে এই দেশে যেতে চাচ্ছে কেন?

প্রকাশিত: ১৫:০৫, ২৪ মে ২০২৫

হঠাৎ আমেরিকানরা নিজ দেশ ছেড়ে এই দেশে যেতে চাচ্ছে কেন?

ছবি: সংগৃহীত

২০২৪ সালে যুক্তরাষ্ট্র ছেড়ে বিদেশে পাড়ি জমানোর বিষয়ে করা এক জরিপে দেখা গেছে, আমেরিকানদের মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ এখন পর্তুগালকে ঘিরে। ‘এক্সপ্যাটসি’ নামক একটি রিলোকেশন সেবাদানকারী প্রতিষ্ঠানের জরিপে অংশ নেয় ১ লাখ ১৬ হাজারের বেশি মানুষ।

জরিপে অংশগ্রহণকারীরা মূলত উন্নত জীবনযাপন, রাজনৈতিক অস্থিরতা থেকে মুক্তি, স্বাধীনতা এবং বন্দুক সহিংসতা থেকে নিরাপদ থাকার আশায় যুক্তরাষ্ট্র ছাড়তে চান। তাদের মধ্যে ৫৬% মনে করেন যুক্তরাষ্ট্র খুব রক্ষণশীল, আর ৫৩% মনে করেন দেশটি অতিরিক্ত বিভক্ত।

সবচেয়ে পছন্দের দেশগুলোর তালিকায় পর্তুগালের পর রয়েছে স্পেন, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, ইতালি ও আয়ারল্যান্ড। অংশগ্রহণকারীদের এক-তৃতীয়াংশ বিদেশে অবসর নিতে চান, অনেকে আবার ডিজিটাল নোম্যাড বা স্কিল্ড ওয়ার্কার ভিসায় যেতে আগ্রহী।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের পর এই প্রবণতা আরও বেড়েছে। এক্সপ্যাটসি জানিয়েছে, তাদের ব্যবসা গত বছরের তুলনায় ১৯,৬০০ শতাংশ বেড়েছে। প্রতিষ্ঠানটি এ বছর ২০০ জনকে রিলোকেশন ট্যুরে পাঠিয়েছে, যাদের অনেকেই এখন বিদেশে বসবাস করছেন বা ভিসার প্রক্রিয়ায় রয়েছেন।

 

সূত্র: https://www.cnbc.com/2025/05/23/the-no-1-country-americans-want-to-move-to-most-says-survey-of-over-100000-people.html#:~:text=U.S.%20travel%20to%20Portugal%20has,relocation%20tours%20and%20expat%20resources.

এএইচএ

×