ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

ফুলবাড়ী সীমান্তপথে ২৪ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

মনোয়ার হোসেন লিটন, কুড়িগ্রাম

প্রকাশিত: ১৫:০১, ২৪ মে ২০২৫

ফুলবাড়ী সীমান্তপথে ২৪ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

ভারত থেকে ফেরার পথে আটক ২৪ বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর কাছে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

শুক্রবার (২৩ মে) রাতে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাতাড়ী সীমান্তে ৯৩২ নম্বর সীমানা পিলারের কাছে বিজিবি-বিএসএফের মধ্যে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। এরপর বিজিবি স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে তাদের পরিবারে হস্তান্তর করে।

ফুলবাড়ী উপজেলার নাওডাঙা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী জানান, ফেরত আসা বাংলাদেশিরা দিল্লিসহ ভারতের বিভিন্ন অঞ্চলে কাজ করতেন। দেশে ফেরার সময় তারা নিজ উদ্যোগে বিএসএফ ক্যাম্পে আত্মসমর্পণ করেন। এরপর বিএসএফ বিজিবিকে বিষয়টি জানায় এবং পরিচয় যাচাই-বাছাই শেষে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর হাসনাইন বলেন, “ভারতের করলা বিএসএফ ক্যাম্পে কিছু বাংলাদেশি নাগরিক জড়ো করা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে আমরা বার্তা পাঠিয়ে সতর্ক করি। পরে যাচাই করে দেখা যায় তারা সবাই প্রকৃত বাংলাদেশি নাগরিক। নিয়ম অনুসারে পতাকা বৈঠক শেষে তাদের গ্রহণ করা হয়।”

বিজিবি সূত্রে জানা যায়, ফেরত ২৪ জনের মধ্যে ১২ জন পুরুষ, ১২ জন নারী এবং তাদের সঙ্গে ৮ শিশু রয়েছে। বিএসএফ প্রথমে তাদের একটি তালিকা পাঠায়। পরিচয় যাচাইয়ের পর তাদের গ্রহণ করা হয়।

ফেরত আসা ব্যক্তিদের মধ্যে রয়েছেন:

  • দাসিয়ারছড়া এলাকার তাজুল ইসলাম (২৫), স্ত্রী আম্বিয়া (১৯), মেয়ে তাসলিমা (৭), মা তানেকা (৪৬), বোন তাহেরা (৭);

  • মানব আলী (২৩) ও স্ত্রী রুমি (২০);

  • আব্দুল কাদের (৩১), স্ত্রী সাথী (২৮), ছেলে শহিদুল (৯), মেয়ে কাজলী (২);

  • জায়দুল হক (৫৫), স্ত্রী আঞ্জুমা (৪৩), ছেলে আশিক (১৪), মেয়ে জান্নাতি (১৯), জামাতা রবিউল (২২), নাতি জুনায়েদ (১০ মাস);

  • হাসেন আলী (৩৫), স্ত্রী আলমিনা (২৯), মেয়ে হাছিনা (১৩), ছেলে আরিফ (৪), আরমান (২);

  • নাগেশ্বরীর আব্দুস ছালাম (৫০)।

নাওডাঙা ইউপি চেয়ারম্যান হাছেন আলী বলেন, “প্রত্যেকেই বাংলাদেশি নাগরিক এবং কেউ কেউ দীর্ঘ ৮-১০ বছর ভারতে অবস্থান করছিলেন। পরিচয় নিশ্চিত হওয়ার পর বিজিবি সবার সঙ্গে পরিবারের পুনর্মিলন ঘটায়।”

মেজর হাসনাইন বলেন, “স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় যথাযথ প্রক্রিয়ায় ফেরত আসা নাগরিকদের পরিবারে ফিরিয়ে দেওয়া হয়েছে।”

নুসরাত

×