
ছবি: দৈনিক জনকন্ঠ।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা পর্যায়ে “মা ও শিশু সহায়তা কর্মসূচির বাস্তবায়ন নির্দেশিকা-২০২৪” বিষয়ক এক প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ মে) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জি.এম রাশেদুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোসাম্মৎ সাবিনা ফেরদৌস। তিনি বলেন, “মা ও শিশুর পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষায় সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করছে। মাঠ পর্যায়ে এই কার্যক্রমের সফল বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের সচেতন ও দক্ষ হতে হবে।”
প্রশিক্ষণটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক ফারজানা রৌবা। উপস্থিত ছিলেন স্থানীয় তিনজন ব্যাংকার প্রতিনিধি, একজন নারী প্রতিনিধি যিনি নারীর ক্ষমতায়নে কাজ করছেন, পাঁচজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও তাঁদের সচিববৃন্দ, উপজেলা শিক্ষা কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, চিকিৎসক প্রতিনিধি, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও ক্রেডিট সুপারভাইজার মো. আতাউর রহমান।
বক্তারা বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে কর্মসূচি সংশ্লিষ্টদের মধ্যে লক্ষ্য, করণীয় ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে স্পষ্ট ধারণা সৃষ্টি হবে, যা মাঠপর্যায়ে সফল বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এবং সার্পোটিং ইমপ্লিমেন্টেশন অব মাদার অ্যান্ড চাইল্ড বেনিফিট প্রোগ্রাম (SIMCBP) প্রকল্প, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায়।
মিরাজ খান