
ছবি আলজাজিরা
ইসরায়েলি বাহিনীর লাগাতার বিমান হামলায় গাজার উত্তরের বহু এলাকা এখন কার্যত জনমানবশূন্য। আজ সকালে গাজার একটি এলাকায় এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে দুটি ভারী বোমা হামলা চালানো হয়। ওই এলাকার বহু মানুষ, যারা বিগত কয়েক সপ্তাহ ধরে বাড়িঘর ও আশ্রয়কেন্দ্র হারিয়ে তাঁবুতে বাস করছিলেন, তারা আতঙ্কে পালিয়ে যেতে বাধ্য হন।
গত এক মাস ধরে গাজার মানুষদের ওপর নিয়মিতভাবে সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করা হচ্ছে। এতে বিশেষ করে উত্তর গাজার বহু মানুষ দিনের পর দিন ঘরছাড়া হয়ে পড়ছেন।
সাম্প্রতিক হিসাব অনুযায়ী, উত্তর গাজার অন্তত ১৪টি পাড়া বা মহল্লা এখন সম্পূর্ণ জনশূন্য হয়ে পড়েছে। এসব এলাকায় তিনটি বড় হাসপাতাল অব্যবহৃত হয়ে পড়েছে, কারণ সেগুলো ইসরায়েলি গোলাবর্ষণের সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
প্রতিদিনের এই বিমান হামলা কেবল বেসামরিক হতাহতের সংখ্যা বাড়াচ্ছে না, সর্বগ্রাসী ধ্বংসযজ্ঞের চিহ্নও রেখে চলেছে চারপাশে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া শহরের চিত্র এখন সব জায়গায় দৃশ্যমান।
এসএফ