ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

গাজায় ভয়াবহ বিমান অভিযান, নিহত কমপক্ষে ৭৬

প্রকাশিত: ০৯:৪৩, ২৪ মে ২০২৫; আপডেট: ১০:০৭, ২৪ মে ২০২৫

গাজায় ভয়াবহ বিমান অভিযান, নিহত কমপক্ষে ৭৬

ছবি : সংগৃহীত

সব ধরনের আন্তর্জাতিক চাপ উপেক্ষা করেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় তাণ্ডব চালিয়েছে ইসরায়েল । প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বিমান অভিযানে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন কমপক্ষে ৭৬ জন ফিলিস্তিনি।

এই ৭৬ জনের মধ্যে ৫০ জনই গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শরণার্থী শিবিরের বাসিন্দা ছিলেন।  পাশাপাশি আহত হয়েছেন আরও অন্তত ১৮৫ জন। আগ্রাসনের শিকারে একই বাড়িতে হামলায় নিহত হয়েছে ৮জন যাদের মধ্যে ৭ জনই শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য।

বিবৃতিতে আরও বলা হয়, “তবে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি। কারণ অনেকেই ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছেন। তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি” ।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। শুক্রবারের অভিযানের পর গত দেড় বছরে উপত্যকায় মোট নিহত ও আহতের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে ৫৩ হাজার ৮২২ জন এবং ১ লাখ ২২ হাজার ৩৮২ জনে। এই নিহত এবং আহতদের ৫৬ শতাংশই নারী ও শিশু।

 

সা/ই

×