ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

ফরিদপুরে ভুবনেশ্বর নদের কচুরিপানা পরিস্কার অনুষ্ঠানে

বিএনপি ক্ষমতায় গেলে দেশের নদ-নদী বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করব: শহিদুল ইসলাম বাবুল

অভিজিৎ রায়, নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর

প্রকাশিত: ১৯:৫৬, ২৩ মে ২০২৫; আপডেট: ১৯:৫৬, ২৩ মে ২০২৫

বিএনপি ক্ষমতায় গেলে দেশের নদ-নদী বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করব: শহিদুল ইসলাম বাবুল

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, “নদীমাতৃক বাংলাদেশের নদীগুলোর অবস্থা অত্যন্ত করুণ। আমরা অঙ্গীকার করছি—ক্ষমতায় গেলে দেশের নদনদী রক্ষায় সর্বোচ্চ প্রচেষ্টা চালাব। আজকের এই কর্মসূচি প্রমাণ করে, সম্মিলিত উদ্যোগে নদীর প্রাণ ফিরিয়ে আনা সম্ভব।”

শুক্রবার সকালে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ভুবনেশ্বর নদে আয়োজিত কচুরিপানা পরিষ্কার অভিযানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

দীর্ঘদিন অবহেলা, দখল ও দূষণের কারণে মৃতপ্রায় হয়ে পড়া ভুবনেশ্বর নদে কচুরিপানা, ময়লা ও আবর্জনায় পানি প্রবাহ ব্যাহত হচ্ছিল। এ অবস্থায় নদীটিকে পুনরুজ্জীবিত করতে উপজেলা প্রশাসন ও 'সেভ দ্য ভুবনেশ্বর রিভার' কমিটির যৌথ উদ্যোগে পরিচালিত হয় পরিচ্ছন্নতা কার্যক্রম।

সকাল ১০টায় চরভদ্রাসন উপজেলা সদরের নদীর পাড় থেকে শুরু হয় অভিযান। এতে অংশ নেন অতিরিক্ত সচিব ও বিসিআইসি চেয়ারম্যান ফজলুর রহমান, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুনসহ বিভিন্ন বিশিষ্টজন।

দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনাকারী সংগঠন 'বিডি ক্লিন'-এর ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা ১ হাজার ৩৫০ জন স্বেচ্ছাসেবক এবং স্থানীয় তরুণরা এই অভিযানে অংশ নেন। সকাল থেকে দুপুর পর্যন্ত দুই কিলোমিটার নদীপথে ২১টি স্থানে একযোগে চলে পরিষ্কার কার্যক্রম।

ইউএনও মনিরা খাতুন বলেন, “নদীটি মৃতপ্রায় অবস্থায় ছিল। স্থানীয় তরুণ সমাজ বিষয়টি আমাদের জানালে, বিডি ক্লিনের সহায়তায় আমরা উদ্যোগ গ্রহণ করি। আজকের কার্যক্রমের ফলে নদীর প্রাণ ফিরে এসেছে। এতে আবার নৌকা চলবে, জেলেরা মাছ ধরতে পারবে, কৃষকরা সেচের পানি পাবে।”

বিডি ক্লিনের প্রধান সমন্বয়ক জহিরুল ইসলাম জানান, তাদের সদস্যরা বৃহস্পতিবার রাতেই চরভদ্রাসনে এসে অবস্থান নেন এবং শুক্রবার সকালে অভিযান শুরু করেন। অভিযান চলে বিকেল পর্যন্ত।

ফরিদপুর জেলা বিডি ক্লিনের আহ্বায়ক তিহান আহম্মেদ বলেন, “সকালে চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে একত্রিত হয়ে সবাই শপথ গ্রহণ করি। এরপর শুরু হয় নদীর পরিচ্ছন্নতা কার্যক্রম।”

অতিরিক্ত সচিব ফজলুর রহমান বলেন, “একসময় এই নদে নৌকা চলত, কৃষকরা পানি নিত। আজকের এই উদ্যোগ সেই স্মৃতিকে ফিরিয়ে এনেছে। ভবিষ্যতে এই নদীকে ঘিরে একটি বিনোদনকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।”

আসিফ

×