ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

PKI Summit ২০২৫: চ্যাম্পিয়ন ‘সাইবার বাংলা’, সাইবার নিরাপত্তায় নতুন দিগন্তের উন্মোচন

প্রকাশিত: ১১:২০, ২৩ মে ২০২৫; আপডেট: ১১:২০, ২৩ মে ২০২৫

PKI Summit ২০২৫: চ্যাম্পিয়ন ‘সাইবার বাংলা’, সাইবার নিরাপত্তায় নতুন দিগন্তের উন্মোচন

ছবি: সংগৃহীত

দেশের সাইবার নিরাপত্তা খাতে যুক্ত হলো এক নতুন গর্বের অধ্যায়। সম্প্রতি অনুষ্ঠিত 'Public Key Infrastructure Summit 2025 – PKI Hackathon'-এ চ্যাম্পিয়নের মুকুট ছিনিয়ে নিয়েছে দেশীয় প্রতিষ্ঠান সাইবার বাংলা (Cyber Bangla)।

বৃহস্পতিবার (২২ মে) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন Control of Certifying Authority (CCA)-এর আয়োজনে এই প্রতিযোগিতায় অংশ নেয় প্রায় ১০০টি দল। প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হয় অনলাইনে। সেখানে কঠোর বাছাইয়ের পর চূড়ান্ত পর্বে সুযোগ পায় সেরা ১০টি দল। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত ফাইনাল রাউন্ডে তাদের মধ্যে সেরা হয়ে ওঠে 'সাইবার বাংলা'।

চূড়ান্ত পর্বে অসাধারণ দক্ষতা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও নির্ভুল বিশ্লেষণের মাধ্যমে শীর্ষস্থান দখল করে নেয় সাইবার বাংলা। দলের এই সাফল্যের নেপথ্যে রয়েছেন দলনেতা মোঃ আসাদুজ্জামান নূর, সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার; মোঃ তারেক আহমেদ জনি, পেনেট্রেশন টেস্টার; এবং আব্দুল আহাদ, সাইবার সিকিউরিটি ট্রেইনি—তিনজনই সাইবার বাংলার গুরুত্বপূর্ণ সদস্য।

প্রফেশনাল ক্যাটাগরিতে প্রথম রানার-আপ হয় NRBC Bank, দলনেতা তারেক রাইহানের নেতৃত্বে, এবং দ্বিতীয় রানার-আপ হয় DoICT। অন্যদিকে, ইউনিভার্সিটি ক্যাটাগরিতে শীর্ষ তিনটি স্থান অধিকার করে যথাক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং টিএমএসএস বিশ্ববিদ্যালয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেন, “ডিজিটাল সিগনেচার প্রযুক্তি শুধু অগ্রগতির দিক নয়, বরং সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও শৃঙ্খলা আনয়নের এক গুরুত্বপূর্ণ হাতিয়ার। ভবিষ্যতে ম্যানুয়াল সার্টিফিকেটের ব্যবহার কমে আসবে, বাড়বে ডিজিটাল নথির গুরুত্ব।”

অনুষ্ঠানে ডিজিটাল সিগনেচার বেস্ট ইউজার ক্যাটাগরিতে সম্মাননা পায় RJSC, পররাষ্ট্র মন্ত্রণালয়, BRAC Bank PLC, এবং Robi Axiata Limited।

বিজয়ের প্রতিক্রিয়ায় সাইবার বাংলা সংশ্লিষ্টরা বলেন, সাইবার বাংলার এই সাফল্য শুধু একটি প্রতিষ্ঠানের জয় নয়, এটি বাংলাদেশের সাইবার সক্ষমতা ও প্রযুক্তিগত উৎকর্ষতার প্রতীক। এই অর্জন প্রমাণ করে যে বাংলাদেশ এখন শুধু দক্ষ সাইবার পেশাজীবী গড়ছে না, বরং আঞ্চলিক পর্যায়েও নেতৃত্ব প্রতিষ্ঠা করছে সাইবার সিকিউরিটি খাতে।

এএইচএ

×