
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১ স্থায়ী ও ৪ টি অস্থায়ী হাটসহ মোট ৫ টি পশুর হাট বসবে। উপজেলার বিভিন্ন স্থানে ৪টি অস্থায়ী পশুর হাটের ইজারার জন্য প্রকাশ্যে নিলাম বিজ্ঞপ্তির আহ্বান করেছে উপজেলা প্রশাসন।
ঈদ পূর্ববর্তী চার দিনের জন্য এসব হাট পরিচালনার কথা বলা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জি. এম. রাশেদুল ইসলাম স্বাক্ষরিত প্রকাশ্যের নিলাম বিজ্ঞপ্তিতে চারটি অস্থায়ী পশুর হাটের ইজারা আহ্বান করা হয়েছে।
আগামীকাল শনিবার (২৪ মে) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই চারটি অস্থায়ী পশুর হাটের প্রকাশ্যে নিলাম অনুষ্ঠিত হবে। হাটগুলো হল,কর্মমঠ বাজারের উত্তর পাশে নিজস্ব মাঠ ও সংলগ্ন এলাকায় অস্থায়ী পশুর হাট, রুটি-নুরপুর চকবাজার সংলগ্ন ব্যক্তি মালিকানাধীন এলাকায় অস্থায়ী পশুর হাট, তন্তর বাজার খন্দকার মার্কেটের পশ্চিম পাশে সংলগ্ন এলাকায় অস্থায়ী পশুর হাট, মোগড়া বাজার সংলগ্ন দক্ষিণ পাশে মালিকানাধীন জায়গায় অস্থায়ী পশুর হাট।
প্রশাসন সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশুর ক্রেতা বিক্রেতাদের ক্রয়, বিক্রয়ের সুবিধার্থে চারটি অস্থায়ী পশুর হাটের প্রকাশ্যে নিলামের আয়োজন করা হয়েছে। এ হাট গুলো ঈদের পূর্ববর্তী চার দিন সকাল থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলবে।
ফারুক