ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

উল্টোপথে চলাচলের কারণে প্রতিদিনই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলছে অবৈধ অটোরিক্সা থ্রি হুইলার

মো. খলিলুর রহমান, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ০০:১৭, ২৪ মে ২০২৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলছে অবৈধ অটোরিক্সা থ্রি হুইলার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে অবৈধ যান অটোরিক্সা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে অবৈধ যান অটোরিক্সা, মিশুক, ব্যাটারিচালিত রিক্সা ও সিএনজিসহ থ্রি হুইলার যানবাহনের উল্টোপথে চলাচল কিছুতেই থামছে না। এ সকল যানবাহন দীর্ঘদিন ধরে প্রকাশ্যেই চলাচল করছে। কিছুতেই হাইওয়ে পুলিশ এ অবৈধ চলাচল বন্ধ করতে পারছে না। 
হাইওয়ে অটোরিক্সা, মিশুক, ব্যাটারিচালিত রিক্সা ও সিএনজিসহ থ্রি হুইলার যানবাহন চলাচল নিষিদ্ধ থাকা সত্ত্বেও তারা বৃদ্ধ অঙ্গুলি দেখিয়ে প্রতিনিয়ত চলাচল করছে। তারপরও উল্টোপথে বছরের পর বছর চলাচল করলেও বন্ধ হচ্ছে না এ সব যানবাহন। এতে উল্টোপথে এ সকল অবৈধ যানবাহন চলাচল করায় একদিকে সড়ক দুর্ঘটনা ঘটছে, অন্যদিকে দূরপাল্লার যাত্রীবাহী বাসসহ নানা ধরনের দ্রুতগামী যানবাহন চলাচলে প্রতিবন্ধতার সৃষ্টি হচ্ছে। 
এতে যে কোনো সময় ঘটতে পারে আবারও বড় ধরনের দুর্ঘটনা। প্রকাশ্যে এ সকল অবৈধ যানবাহন মহাসড়কে উল্টোপথে চলাচল করায় স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল হাইওয়ে পুলিশের ওপর ক্ষুব্ধ হয়েছেন। সরেজমিনে গিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড, মৌচাক, শিমরাইল, সোনারগাঁয়ের কাঁচপুর, নয়াবাড়ি, বন্দরের মদনপুর, লাঙ্গলবন্দ, কেওঢালাসহ বিভিন্ন স্থানেই প্রকাশ্যে এ সকল যানবাহন উল্টোপথে চলাচল করতে দেখা গেছে। জানা যায়, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে শুরু হয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক।

এ মহাসড়কের সাইনবোর্ড থেকে শিমরাইল (চিটাগাংরোড) মোড় পর্যন্ত দীর্ঘদিন ধরে মহাসড়কে চলছে কয়েকশ’ অবৈধ অটোরিক্সা, মিশুক, ব্যাটারিচালিত রিক্সা ও সিএনজিসহ থ্রি হুইলার যানবাহন। এমনকি হাইওয়ে এ সকল যানবাহন চলাচল নিষিদ্ধ থাকা সত্ত্বেও তারা অবাধেই চলাচল করছে। শুধু তারা চলাচল করছেই না, বছরের পর বছর  উল্টোপথেও চলছে এ সকল অবৈধ যান। 
খবর নিয়ে জানা যায়, শিমরাইল থেকে কাঁচপুর বাসস্ট্যান্ড পর্যন্ত অবাধে চলছে এ সকল অবৈধ যান। এছাড়াও মদনপুর, লাঙ্গলবন্দ, মদনপুর থেকে কাঁচপুরসহ বিভিন্ন স্থানে অবাধে চলছে এ সকল যানবাহন। পাশাপাশি উল্টোপথেই বছরের পর বছর চলাচল করলেও কেউ কিছু বলছে না। ২০২২ সালের ৯ অক্টোবর শিমরাইল থেকে কাঁচপুরে উল্টোপথে যাওয়ার সময় একটি অটোক্সিার সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন যাত্রী নিহত হন। প্রায়ই প্রতিদিনই উল্টোপথে চলাচলের কারণে ছোটখাটো দুর্ঘটনা ঘটেই  চলেছে। তারপরও এখনো উল্টোপথেই চলছে এ সকল অবৈধ যানবাহন।
স্থানীয়রা জানায়, সাইনবোর্ড, শিমরাইল, মনদপুর ও কাঁচপুর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ড। এ বাসস্ট্যান্ড অতিক্রম করে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৮টি জেলার দূূূূরপাল্লার যাত্রীবাসসহ নানা ধরনের যানবাহন বিভিন্ন জেলায় চলাচল করছে। অথচ দীর্ঘদিন ধরে এ মহাসড়কের শিমরাইল থেকে কাঁচপুর, সাইনবোর্ড থেকে শিমরাইল, শিমরাইল থেকে কাঁচপুর, মদনপুর থেকে কাঁচপুরসহ বিভিন্ন স্থানে অবৈধভাবে প্রকাশ্যে উল্টোপথে চলছে অবৈধ অটোরিক্সা, মিশুক, ব্যাটারিচালিত রিক্সা ও সিএনজিসহ থ্রি হুইলার যানবাহন। উল্টোপথে এ সকল অবৈধ যানবাহন চলাচল করায় একদিকে সড়ক দুর্ঘটনা ঘটছে, অন্যদিকে দূরপাল্লার যাত্রীবাহীবাসসহ নানা ধরনের দ্রুতগামী যানবাহন চলাচলে প্রতিবন্ধকাতার সৃষ্টি হচ্ছে।

সাইনবোর্ডের দোকানি জাহাঙ্গীর হোসেন বলেন, দীর্ঘ ৫ বছর থেকে ৬ বছর ধরে সাইনবোর্ড থেকে শিমরাইল ও শিমরাইল থেকে কাঁচপুর বাসস্ট্যান্ড পর্যন্ত উল্টোপথে কমপক্ষে চার শতাধিক অবৈধ অটোরিক্সা, মিশুক, ব্যাটারিচালিত রিক্সা ও সিএনজিসহ থ্রি হুইলার যানবাহন চলাচল করছে। যা প্রকাশ্যেই নির্বিঘেœ চলাচল করছে। এতে যে কোনো ঘটতে পারে সড়ক দুর্ঘটনা। এ রুটের অটোচালক রফিকুল ইসলাম বলেন, সাইনবোর্ড থেকে শিমরাইল, শিমরাইল থেকে কাঁচপুর, কাঁচপুর থেকে মদনপুর পর্যন্ত উল্টোপথেই আনুমানিক চার শতাধিক অটোরিক্সা, মিশুক, ব্যাটারিচালিত রিক্সা ও সিএনজি চলাচল করছে। ব্যাটারিচালিত রিক্সার চালক মমিন আলী বলেন, গত ৫ বছর ধরে শিমরাইল থেকে কাঁচপুর ও কাঁচপুর থেকে মদনপুর পর্যন্ত উল্টোপথেই যাত্রী নিয়ে চলাচল করছি।

উল্টোপথে চলাচল ঝুঁকিপুর্ণ জেনেও পেটের তাগিদে আমরা এভাবেই চলাচল করতে বাধ্য হচ্ছি। কাঁচপুরের বাসিন্দা আব্দুল কাদির বলেন, মহাসড়কে অটোরিক্সা, মিশুক, ব্যাটারিচালিত রিক্সা ও সিএনজিসহ থ্র্রি হুইলার গাড়ি চলাচল নিষিদ্ধ। তারপরেও হাইওয়ে পুলিশের সামনেই এগুলো চলাচল করছে। এতেও তারা ক্ষান্ত হননি, এখন দীর্ঘদিন ধরে চলছে উল্টোপথেও। আমাদের দেশে কোনো আইন আছে বলে মনে হয় না। উল্টোপথে এ সকল যানবাহন চলাচল করায় ঘটছে সড়ক দুর্ঘটনাও। 
কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মোরশেদ বলেন, আমরা নিয়মিতভাবে এ সকল যানের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছি। আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ টিআই মো. জুলহাস উদ্দিন বলেন, যাতে উল্টোপথে এ সকল যানবাহন চলাচল করতে না পারে, সেজন্য পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা নেওয়া হচ্ছে। যতটুকু পারছি আমরা চেষ্টা করছি। আপনারা সহযোগিতা করলে এগুলো স্বাভাবিক হয়ে যাবে।

×