
খোকসা পৌর বাজারে একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে মাত্র ১২ মিনিটে দুর্বৃত্তরা কোটি টাকার স্বর্ণ, রূপা ও নগদ অর্থসহ একটি লোহার সিন্দুক লুটে নেয়। ঘটনাটি স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি করেছে।
ভুক্তভোগী ব্যবসায়ী মাসুম বিল্লা জানান, প্রতি শুক্রবার দোকান খুলে দেন দুপুরের দিকে। শুক্রবার দুপুরে দোকান খুলতে গিয়ে দেখেন—সবগুলো তালা খোলা এবং লোহার প্রধান সিন্দুকটি নেই। তিনি জানান, সেই সিন্দুকে প্রায় ৪৫-৫০ ভরি সোনা, ৩০০ গ্রাম রূপা ও নগদ ৩০ হাজার টাকা ছিল। তার দাবি, লুটের ক্ষয়ক্ষতি কোটি টাকা ছাড়িয়ে যাবে।
ঘটনার সময় স্থানীয় মসজিদে ফজরের আজান চলছিল। ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি রুপালি রঙের প্রাইভেট কারে করে দুর্বৃত্তরা আসে। তারা দোকানের সামনে গাড়ি পার্ক করে সাটার ভেঙে ভেতরে ঢোকে এবং ১২ মিনিটের মধ্যেই লোহার সিন্দুক তুলে নিয়ে চলে যায়।
বাজার এলাকার সিসিটিভি ফুটেজেও রাত ৪টা ৩০ মিনিটে গাড়ি আসা ও যাওয়ার দৃশ্য দেখা যায়।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম জানান, মামলার প্রস্তুতি চলছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
থানার উপ-পরিদর্শক (এএসআই) দিবাকর জানান, নিরাপত্তা নিশ্চিতের অংশ হিসেবে বাজারের দুই নৈশপ্রহরীকে থানায় নেওয়া হয়েছে।
স্বর্ণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিরোদ কুমার রায় বলেন, থানা থেকে এত কাছে এমন লুটের ঘটনা আমাদের সবাইকে শঙ্কিত করেছে। আমরা দ্রুত অপরাধীদের গ্রেফতার ও মালামাল উদ্ধারের দাবি জানাচ্ছি।
রাজু