
গত বছরে জুলাই অভ্যুত্থান আন্দোলনে মারাত্মকভাবে আহত লক্ষ্মীপুরের রামগতির গাজী মো. হাসান (১৯) এর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার সময় থাইল্যাল্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। হাসানের বাড়ি উপজেলার চরগাজী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামে। তার বাবার নাম মৃত সেলিম উদ্দিন, মায়ের নাম মাহিনুর বেগম।
স্থানীয় সূত্রে জানা যায়, জুলাই এর উত্তাল আন্দোলনে চট্টগ্রামের টাইগার পাস এলাকায় ৫আগস্ট পিকেটিং করার সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে মারাত্মকভাবে আহত হন হাসান। চট্টগ্রাম এবং ঢাকার একাধিক হাসপাতালে চিকিৎসা নিলেও অবস্থার উন্নতি না হওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডে নেওয়া হয়। হাসান চট্টগ্রামের বন্দর এলাকায় কাভার্ডভ্যান তৈরির একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।
স্থানীয়রা যানান হাসানের বাবা মারা যাওয়ার পর মা নোয়াখালী সূবর্ণচরে বসবাস করায় রামগতির চরগাজীতে তার দাদা-দাদী রয়েছেন। পারিবারিকভাবে তার লাশ নোয়াখালী সুবরর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের জাহাজমারা এলাকায় তার লাশ দাফন করা হবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন জানান, ইতিমধ্যে হাসানের পরিবারের (ভগ্নিপতির) সাথে যোগাযোগ হয়েছে। আগামীকাল (শনিবার) তার লাশ দেশে আসার কথা রয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফ্রিজিং এ্যাম্বুলেন্স সরবরাহ করা হবে। তার মায়ের ইচ্ছায় সুবর্ণচরে লাশ দাফন করা হবে। এ বিষয়ে সবধরনের সহযোগিতা করা হবে।
রিফাত