
ছবি: দৈনিক জনকণ্ঠ
গাইবান্ধার সাদুল্যাপুর থেকে সরকারি ভি ডাব্লিউ বি এর ২ হাজার ৮ শত ৮০ কেজি চাল উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।
২২ মে রাত ১১ টার দিকে সাদুল্লাপুর উপজেলার বড় দাউদপুর গ্রামের লাজু মিয়ার গোডাউন থেকে এ চাল উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় গোডাউন মালিক লাজু মিয়া পলাতক থাকায় মহিলা বিষয়ক কর্মকর্তা বাদী হয়ে তার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা করেন।
উদ্ধার অভিযান পরিচালনা করেন সাদুল্যাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মো অনিক ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা : জান্নাতুল ফেরদৌস।
নির্বাহী কর্মকর্তা অনিক ইসলাম জানান, ভি ডাব্লিউ বি (ভার্নাবেল ওয়েমেন্স বেনিফিট) প্রকল্পটি সরকার সবেমাত্র শুরু করেছে। এই প্রকল্পটি মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে সুবিধাভোগীদের মাঝে বিতরণ শুরু করলেও কতিপয় অসাধু কালোবাজারি ব্যবসায়ীরা সুবিধাভোগীদের নিকট থেকে অল্প মূল্যে ক্রয় করে উচ্চ মূল্যে বাজারে বিক্রি করছে এই চাল। গোপন সংবাদের ভিত্তিতে এমন একটি তথ্য পেয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে উদ্ধারকৃত ৩৬ বস্তা ( ২৮৮০) কেজি চাল প্রাথমিক ভাবে জব্দ করা হয়।
ফারুক