ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

উখিয়ায় পাওনা টাকার বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১

এম ফেরদৌস, উখিয়া, কক্সবাজার 

প্রকাশিত: ০০:০২, ২৪ মে ২০২৫; আপডেট: ০০:০৯, ২৪ মে ২০২৫

উখিয়ায় পাওনা টাকার বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১

সংগৃহীত

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের লম্বরীপাড়া এলাকায় পাওনা টাকা নিয়ে পূর্ব বিরোধের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

জানা গেছে, আহত আব্দুল আলম (৫০)। তিনি জালিয়াপালং ইউনিয়নের লম্বরীপাড়া এলাকার বাসিন্দা বৃহস্পতিবার (২৩ মে) রাত ৮টার দিকে আহত ব্যক্তির বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,লম্বরীপাড়ার নুরুল হাকিমের সঙ্গে আহত আব্দুল আলমের টাকা-পয়সা নিয়ে কথা কাটাকাটি হয়। কিছুক্ষণের মধ্যে নুরুল হাকিম তার তিন ভাই সাইফুল ইসলাম, ছৈয়দ করিম ও জাহাঙ্গীর-সহ আব্দুল আলমের ওপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। 

ও ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত আহত আব্দুল আলমকে উদ্ধার করে প্রথমে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফ করেন।শরীরে একাধিক স্থানে গভীর জখমের আশঙ্কা রয়েছে বলেও ধারণা করেন অনেকেই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন বলেন,
“ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। এখনো পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

হ্যাপী

×