ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

পিনাকী ভট্টাচার্য

গুড জব, ভবিষ্যতে এমন নিউজ আরো বাড়তে পারে, প্রফেসর ইউনূসকে নিয়ে ১ টি পক্ষের যত ভয়

প্রকাশিত: ১৭:৪৫, ২৩ মে ২০২৫; আপডেট: ১৭:৪৬, ২৩ মে ২০২৫

গুড জব, ভবিষ্যতে এমন নিউজ আরো বাড়তে পারে, প্রফেসর ইউনূসকে নিয়ে ১ টি পক্ষের যত ভয়

প্রফেসর ইউনূসকে নিয়ে একটি পক্ষের যত ভয় বলে মন্তব্য করেছেন পিনাকী ভট্টাচার্য।

আজ শুক্রবার (২৩ মে) নিজের ব্যাক্তিগত ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন পিনাকী।

পিনাকী তার পোস্টে বলেন, গুড জব! ভবিষ্যতে এমন নিউজ আরো বাড়তে পারে তাই প্রফেসর ইউনূসকে নিয়ে একটি পক্ষের যত ভয়। কাডাল রানীর আমলে বাংলাদেশ ছিল ভারতীয়দের কাছে দুধেল গাভী৷ পাঠ্যপুস্তক ছাপানো থেকে শুরু করে সব বড় কন্ট্রাক্ট ছিল এদের হাতে।

৫ আগস্টের পর থেকে ধান্দা হাত ছাড়া হওয়ার পর থেকেই সব প্রফেসর ইউনূসের উপর বিলা।

পোস্টে ভারতীয় কোম্পানির সাথে বাংলাদেশের চুক্তি বাতিল এমন একটি ফটোকার্ডও শেয়ার করেন পিনাকী।

ফুয়াদ

×