ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

দ্বিতীয়বার সারোগেসির মাধ্যমে আসা সন্তানের হারানোর বেদনায় ভেঙে পড়লেন এরিন অ্যান্ড্রুজ

প্রকাশিত: ১৩:০৭, ২৩ মে ২০২৫; আপডেট: ১৩:০৯, ২৩ মে ২০২৫

দ্বিতীয়বার সারোগেসির মাধ্যমে আসা সন্তানের হারানোর বেদনায় ভেঙে পড়লেন এরিন অ্যান্ড্রুজ

মার্কিন স্পোর্টস সাংবাদিক ও টিভি ব্যক্তিত্ব এরিন অ্যান্ড্রুজ নিজের পডকাস্ট “Calm Down with Erin and Charissa” এর ২২ মে পর্বে এক হৃদয়বিদারক খবর শেয়ার করেছেন, সারোগেসির মাধ্যমে দ্বিতীয় সন্তান হিসেবে আসতে যাওয়া কন্যা সন্তানটির গর্ভেই মৃত্যু হয়েছে

ভাঙা কণ্ঠে এরিন বলেন, “এর আগেও আমি এমনটা পার করেছি, কিন্তু এবার সবকিছু দারুণভাবে এগোচ্ছিল। তার (শিশুর) হার্টবিট, সমস্ত পরীক্ষার ফল ভালোই ছিল।”

তিনি আরও জানান, মাত্র কয়েক সপ্তাহ আগেই প্রযোজকদের সঙ্গে এই খুশির খবর শেয়ার করেছিলেন।
“আমি ভেবেছিলাম, এবার হয়তো সব ঠিকঠাকই হবে…”

এরিন অ্যান্ড্রুজ নিজেই বলেন, কাজ তাকে আবেগ সামলাতে সাহায্য করে।

“আমি সত্যিই চেষ্টা করেছি মনোযোগ ধরে রাখতে। আমার চোখ বারবার ভিজে যাচ্ছিল, কিন্তু কাজেই নিজেকে ব্যস্ত রেখেছি।”

তিনি বলেন, সম্প্রতি টেলর সুইফটের গান “I Can Do It with a Broken Heart” শুনে তার নিজেকে চেনা মনে হয়েছে।

“আমি সত্যিই এই ভাঙা হৃদয় নিয়েই সবকিছু করে যাচ্ছি।”

এরিন ও তার স্বামী, সাবেক হকি খেলোয়াড় জ্যারেট স্টোল বর্তমানে ২ বছরের ছেলে ম্যাক এর বাবা-মা, যিনি দ্বিতীয় সারোগেট মায়ের মাধ্যমে জন্মগ্রহণ করেন।

তিনি বলেন, “আমরা প্রথম সারোগেট মা-র মাধ্যমেও একটি সন্তান হারিয়েছিলাম। সৌভাগ্যবশত, দ্বিতীয় চেষ্টায় আমরা ম্যাককে পেয়েছিলাম।”

২০১৬ সালে সার্ভিক্যাল ক্যান্সার ধরা পড়ার পর এরিনের ডাক্তার তাকে ও তার স্বামীকে এম্ব্রিও সংরক্ষণের পরামর্শ দেন। এরিন দুটি অস্ত্রোপচারের পর ক্যান্সার মুক্ত হন, কিন্তু ভবিষ্যতের কথা ভেবে IVF ও সারোগেসির পথ বেছে নেন।

“এই যাত্রায় আপনি ভাবেন আপনি একা। কিন্তু সত্যিটা হলো, আপনি একা নন,” বলেন এরিন।

“আমি শুধু সবার সঙ্গে খোলাখুলি হতে চেয়েছি। কারণ এটা সত্যিই কষ্টের। আজকের দিনটা আমার জন্য খুব খারাপ,” বলেই কেঁদে ফেলেন এরিন।

সায়মা

×