ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২০ জুন ২০২৫, ৬ আষাঢ় ১৪৩২

জেডআরএফ’র বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ ক্ষুদে বিজ্ঞানীদের উৎসাহ দিলেন ডা. জুবাইদা রহমান

প্রকাশিত: ১৯:১০, ২৩ মে ২০২৫; আপডেট: ১৯:১০, ২৩ মে ২০২৫

জেডআরএফ’র বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ ক্ষুদে বিজ্ঞানীদের উৎসাহ দিলেন ডা. জুবাইদা রহমান

ছবি: সংগৃহীত

দেশের ক্ষুদে বিজ্ঞানী ও তরুণ প্রজন্মকে উৎসাহ দিয়ে বক্তব্য রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান। শুক্রবার বিকেলে জেডআরএফ কার্যালয়ে আয়োজিত ‘ভার্চুয়াল বিজ্ঞান মেলা-২০২৪’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ক্ষুদে বিজ্ঞানীদের মেধা, অধ্যবসায় ও আত্মনির্ভরশীলতা আমাদের মুগ্ধ করেছে।”

এই প্রথম প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে বক্তব্য রাখলেন ডা. জুবাইদা রহমান। দীর্ঘ ১৭ বছর লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে তিনি দেশে ফিরেছেন।

অনুষ্ঠানে অংশ নেওয়া শিশু-কিশোরদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, “বিজ্ঞানের প্রতি তোমাদের যে ভালোবাসা তা দেখে আমি আশাবাদী, তোমরা একদিন বিশ্বের দরবারে দেশের মুখ উজ্জ্বল করবে।”

মেলায় অংশ নেওয়া তিনটি গ্রুপে বিজয়ী ১৭ জনকে ল্যাপটপ ও সনদ প্রদান করা হয়। বিজ্ঞান মেলার আয়োজন নিয়ে ডা. জুবাইদা রহমান বলেন, “এই মেলা আমার মস্তিষ্কপ্রসূত একটি চিন্তার বাস্তব রূপ। আগামীতে স্বশরীরে বিজ্ঞান মেলার আয়োজন করা হবে ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানে জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ভার্চুয়ালি সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন প্রোগ্রাম ডাইরেক্টর ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ। স্বাগত বক্তব্যে জেডআরএফ’র ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, “এই ক্ষুদে বিজ্ঞানীরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে।”

পুরস্কার বিতরণের পর জেডআরএফ’র বোর্ড অব ডিরেক্টরস ও উপদেষ্টাদের সঙ্গে মতবিনিময় করেন ডা. জুবাইদা রহমান। গত ১৪ নভেম্বর গঠিত জেডআরএফ বোর্ডে তারেক রহমানকে প্রেসিডেন্ট ও ডা. জুবাইদা রহমানকে ভাইস প্রেসিডেন্ট করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম, ডা. সৈয়দা তাজনীন ওয়ারিস সিমকী, প্রকৌশলী মাহবুব আলম, ব্যারিস্টার মীর হেলাল, সাংবাদিক শফিকুল ইসলামসহ জেডআরএফ ও বিএনপি সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

উল্লেখ্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিতে ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত এই অলাভজনক সংগঠনটি “একটি উদ্যোগ, একটু চেষ্টা—আনে স্বচ্ছলতা, গড়ে স্বনির্ভরতা” স্লোগানে দুস্থ ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

আসিফ

×