
ছবি: সংগৃহীত।
এশিয়াজুড়ে ছড়িয়ে পড়া কোভিড-১৯-এর নতুন রূপ ‘NB.1.8.1’ যুক্তরাষ্ট্রেও শনাক্ত হয়েছে। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (CDC)-এর বিমানবন্দর স্ক্রিনিং প্রোগ্রামের মাধ্যমে এ সংক্রমণ শনাক্ত করা হয়।
বৃহস্পতিবার (২২ মে) মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন, ভার্জিনিয়া ও নিউ ইয়র্ক সিটির আন্তর্জাতিক বিমানবন্দরে আগত যাত্রীদের পরীক্ষার মাধ্যমে এই নতুন রূপের একাধিক কেস শনাক্ত হয়েছে।
NB.1.8.1 নামের এই নতুন ভ্যারিয়েন্টটি বর্তমানে চীনসহ হংকং ও তাইওয়ানে দ্রুত ছড়িয়ে পড়ছে। সংশ্লিষ্ট এলাকাগুলোতে হাসপাতালগুলোতে রোগী ভর্তি বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা গেছে।
যদিও এই নতুন রূপটি গুরুতর অসুস্থতা সৃষ্টি করার আশঙ্কা কম, তবুও বিশেষজ্ঞরা সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন। জনাকীর্ণ স্থানে মাস্ক ব্যবহার, টিকা গ্রহণ এবং চিকিৎসা সরঞ্জামের সরবরাহ নিশ্চিত করতে বলা হয়েছে।
প্রাথমিক গবেষণায় দেখা গেছে, NB.1.8.1 রূপটি মানব কোষের সঙ্গে তুলনামূলকভাবে অধিক শক্তিশালীভাবে সংযুক্ত হয়, যার ফলে এটি সহজে সংক্রমণ ঘটাতে পারে। তবে এটি অন্যান্য রূপের তুলনায় রোগ প্রতিরোধ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমাতে সক্ষম নয় বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: সিবিএস নিউজ, সিডিসি
নুসরাত