
দৈনিক জনকণ্ঠ
ব্রাহ্মণবাড়িয়া'র বাঞ্ছারামপুরে ২০৪ পিস ইয়াবা ট্যাবলেট ও বিক্রির নগদ ২,২০০ টাকাসহ কামরুজ্জামান (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৩ মে) বিকেল সাড়ে ৩টার দিকে দড়ি বাঞ্ছারামপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কসাই রুবেলের গরুর খামারের পাশে পাকা রাস্তায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আহত কামরুজ্জামান (২৬) মানিকপুর ইউনিয়নের মৃত আবুল হাসেমের ছেলে।
বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোরশেদুল আলম চৌধুরি বলেন, কামরুজ্জামানের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। শনিবার সকালে আদালতে পাঠানো হবে।
হ্যাপী