
ড. ইউনুস সাহেবকে বলবো আপনি চাইলে মসনদে বসবেন আর চাইলে পদত্যাগ করবেন, এই এখতিয়ার আপনার নেই। জনগণ আপনাকে বসিয়েছে, জনগণ চাইলে আপনি নামবেন এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করিম।
শুক্রবার (২৩ মে) লক্ষ্মীপুর জেলা শহরের দক্ষিণ তেমুহানী এলাকায় শেখ রাসেল সড়কের পাশে ইসলামী যুব আন্দোলনের সদর উপজেলা ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কোনো অবস্থাতেই আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন না, যে সিদ্ধান্তে ভারত খুশি হবে। বর্তমানে ইউনুস সরকার ভারতের জন্য একটি ‘ভারী পাহাড়’। ভারত ড. ইউনুসকে সহ্য করে না, কারণ তিনি তাদের পরানো জিঞ্জির ভেঙে এই দেশের মানুষকে মুক্ত করতে চান।
জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে মানুষ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা পেয়েছে—জিঞ্জির ভেঙে স্বাধীনভাবে চলার স্বপ্নে তারা জীবন দিয়েছে। কিন্তু আজও বৈষম্য রয়ে গেছে। একদল চাঁদাবাজ ও দখলবাজ দেশ চালাচ্ছে। আগামীতে চাঁদাবাজ ও ভারতের দোসরদের ক্ষমতায় আনা যাবে না।
তিনি আরও বলেন, ইসলামী হুকুমত ব্যতীত এই বৈষম্য দূর হবে না। তাই আগামীতে ইসলামপন্থীদের ক্ষমতায় আনার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান।
ইসলামী যুব আন্দোলন লক্ষ্মীপুর সদর উপজেলা শাখার সভাপতি শরাফত করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম আব্দুল আহাদের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন যুব আন্দোলনের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুর জাহের আরেফী, ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা জহির উদ্দিন, যুব আন্দোলনের জেলা ভারপ্রাপ্ত সভাপতি মোখলেছুর রহমান প্রমুখ।
এসএফ