ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

জাতীয় নাগরিক পার্টির গতিশীলতা বৃদ্ধিতে চট্টগ্রাম উত্তর জেলায় মত বিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম অফিস

প্রকাশিত: ২৩:৪৮, ২৩ মে ২০২৫; আপডেট: ২৩:৪৯, ২৩ মে ২০২৫

জাতীয় নাগরিক পার্টির গতিশীলতা বৃদ্ধিতে চট্টগ্রাম উত্তর জেলায় মত বিনিময় সভা অনুষ্ঠিত

ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের বিভিন্ন পৌরসভা, ইউনিয়ন ও উপজেলা ভিত্তিক সংগঠকদের অংশগ্রহণে আয়োজিত এই সভায় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক ও চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক জোবাইরুল হাসান আরিফ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ, কেন্দ্রীয় সদস্য জোবাইরুল আলম মানিক, শ্রমিক উইংয়ের প্রতিনিধি আমির হোসেন আতিক, মহানগর পর্যায়ের সংগঠক মোঃ রাফসান জানি, জমির উদ্দিন, রকিবুল হাসান, মহিউদ্দিন জিলানী ও মোসলেহ উদ্দিন। অনুষ্ঠানের সঞ্চালনায় করেন মুহাম্মদ ইকরামুল হক এবং সার্বিক পরিচালনায় ছিলেন ফরহাদুল হক সবুজ।
 
মত বিনিময় সভায় হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, সীতাকুণ্ড, মীরসরাই ও সন্দীপ উপজেলার সংগঠকগণ অংশগ্রহণ করেন। আলোচনা পর্বে নেতৃবৃন্দ সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ, স্থানীয় পর্যায়ে কার্যক্রম জোরদারকরণ এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।

সভায় কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দের কাছে বিভিন্ন জিজ্ঞাসা ও পরামর্শ প্রদান করে সংগঠকেরা। 

উত্তর প্রদান ও সাংগঠনিক কাঠামোগত কেন্দ্রীয় নির্দেশনা প্রদানের মধ্য দিয়ে প্রোগ্রাম সম্পন্ন করেন জোবাইরুল হাসান আরিফ।

ইমরান

×