ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

কুষ্টিয়ায় জামায়াতের উদ্যোগে নতুন সহযোগী সদস্যদের নিয়ে শিক্ষা বৈঠক

সোহাগ মাহমুদ, কুষ্টিয়া

প্রকাশিত: ২৩:৩৪, ২৩ মে ২০২৫

কুষ্টিয়ায় জামায়াতের উদ্যোগে নতুন সহযোগী সদস্যদের নিয়ে শিক্ষা বৈঠক

বাংলাদেশ জামায়েত ইসলামীর কুষ্টিয়া শহর উদ্যোগে নতুন সহযোগী সদস্যদের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৩মে) সন্ধায় জেলার হাজী শরীয়তুল্লাহ একাডেমীর আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত শিক্ষা বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সূরা সদস্য ও কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ার্দার, জেলা কর্মপরিষদ সদস্য মাহবুব মাজহার, মোমিন বিশ্বাস শহর আমীর এনামুল হকসহ শহর শাখার নেতৃবৃন্দ।

জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটা কল্যানমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই এবং এই কল্যানমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামি আন্দোলনের কর্মীদের সক্রিয় ভুমিকা পালন করতে হবে। আর এর জন্য আন্দোলনের কর্মীদের কে দেশ গঠনে নিজেদের সৎ হিসেবে গড়ে তুলতে হবে এবং সমাজ থেকে সকল অন্যায়কে দূরীভূত করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

রাজু

×