
শেরপুরের নালিতাবাড়ীতে ২৩ লাখ ৮৬ হাজার টাকা মূল্যের ৭৩৬ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ জব্দসহ মাদক ব্যবসায়ী নাছির মিয়া (৪২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
শুক্রবার (২৩ মে) ভোরে অভিযান চালিয়ে উপজেলার সীমান্তবর্তী বাতকুচি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নাছির মিয়া উপজেলার মানিকচাঁদ পাড়া গ্রামের আফজাল হোসেনের পুত্র। দুপুরে গ্রেপ্তারকৃতকে নালিতাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করার পর বিকেলে তাকে শেরপুর আদালতে সোপর্দ করেছে পুলিশ।
র্যাব সূত্র জানায়, কতিপয় মাদক কারবারিরা উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের বাতকুচি এলাকার বুলবুল মিয়ার পাহাড়ের পশ্চিম পার্শ্বে মাদকদ্রব্য বিক্রয়ের জন্য পরিবহনের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব- ১৪ এর আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা কৌশলে পালানোর চেষ্টাকালে মাদক ব্যবসায়ী নাছির মিয়াকে আটক করে র্যাব সদস্যরা। পরে তার হেফাজতে থাকা ৭৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করে তা জব্দ করা হয়। জব্দকৃত এসব মদের আনুমানিক বাজার মূল্য ২৩ লাখ ৮৬ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করেছে র্যাব কর্তৃপক্ষ। বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রাজু