
ছবি: সংগৃহীত।
ভারতের রাজধানী দিল্লিতে বৈধ কাগজপত্র ছাড়াই বসবাস করায় ১২১ জন বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। গত সাত দিনে ধারাবাহিক অভিযানে এসব বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। শুক্রবার (২৩ মে) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশের দাবি, আটককৃতরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে অন্তত তিন বছর ধরে নির্মাণ শ্রমিকসহ বিভিন্ন খাতের কাজে যুক্ত ছিলেন। তাদের সবাইকে এখন বন্দি শিবিরে পাঠানো হয়েছে এবং বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
ডিএসপি বালসান জানিয়েছেন, “আটক ব্যক্তিদের বেশিরভাগই রাজধানীর বিভিন্ন বস্তিতে বসবাস করছিলেন। তাদের কারও সঙ্গে অপরাধমূলক কর্মকাণ্ডের সম্পর্ক আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। যাচাইকরণ শেষ না হওয়া পর্যন্ত তাদের বন্দি শিবিরেই রাখা হবে।”
তিনি আরও জানান, “এই অভিযানে আমাদের নজরে আসে ৮৩১ জন সন্দেহভাজন। তাদের মধ্যে এক সপ্তাহে ১২১ জনকে শনাক্ত করে আটক করা হয়েছে। অনুপ্রবেশকারীদের আশ্রয় ও সহযোগিতা দেওয়ার অভিযোগে পাঁচ ভারতীয় নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে।”
পুলিশ জানিয়েছে, আটককৃতদের অনেকেই পশ্চিমবঙ্গের সঙ্গে কোনো না কোনোভাবে সংযুক্ত। এই কারণে রাজ্যের বিভিন্ন অংশে অনুসন্ধানের জন্য পুলিশের বিশেষ টিম পাঠানো হয়েছে।
আটকদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলেও নিশ্চিত করেছে পুলিশ। তবে এখনো কবে নাগাদ তাদের ফিরিয়ে পাঠানো হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্র: এনডিটিভি
নুসরাত