
ছবিঃ সংগৃহীত
জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া বর্তমানে গুরুতর অসুস্থতায় ভুগছেন এবং বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে।
স্ট্যাটাসে তিনি লেখেন, “আমি জানি, আপনারা অনেকেই আমার খোঁজখবর, ইন্টারভিউ নেওয়ার জন্য বারবার চেষ্টা করছেন। আপনাদের ভালোবাসা ও উদ্বেগ আমাকে সত্যিই ছুঁয়ে যাচ্ছে। তবে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, বর্তমানে আমি গুরুতর অসুস্থতায় ভুগছি এবং বিশেষজ্ঞ চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি। চিকিৎসার অংশ হিসেবে এখন কিছু সময়ের জন্য বাইরের সঙ্গে সকল ধরনের যোগাযোগ বন্ধ রাখা হয়েছে—ফোন ব্যবহারের ওপরও রয়েছে কড়াকড়ি নিষেধাজ্ঞা।”
ফারিয়া আরও জানান, এই পরিস্থিতিতে কারো সঙ্গে কথা বলতে না পারার জন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আশাবাদ ব্যক্ত করেন যে, খুব শিগগিরই তিনি সুস্থ হয়ে আবার দর্শকের মাঝে ফিরবেন।
তিনি লেখেন, “গত কয়েকদিন ছিল আমার জীবনের সবচেয়ে দুঃসহ ও সংবেদনশীল সময়। মানসিক ও শারীরিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিলাম। কিন্তু আপনাদের ভালোবাসা, সমর্থন ও সাহচর্য আমাকে এগিয়ে চলার শক্তি দিয়েছে।”
স্ট্যাটাসের শেষ অংশে নুসরাত ফারিয়া সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের মানবিকতা এবং সহমর্মিতার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানান এবং বলেন, “আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত নিজের ভেতরের সাহস খুঁজে পেতাম না। আমি আজীবন মনে রাখব এই ভালোবাসা ও নিরন্তর সহমর্মিতার কথা।”
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/1942R4PMMT/
মারিয়া