
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম শুক্রবার বিকেল ৩টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাব পরিদর্শন করেন এবং স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
সভায় প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর মন্ডল, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইসতিয়াক আহমেদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রায় পঞ্চাশজন সাংবাদিক অংশগ্রহণ করেন।
প্রেসক্লাব সভাপতি প্রভাষক সামিউল আজম মনির স্বাগত বক্তব্যে স্থানীয় সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ তুলে ধরেন। পরে বক্তব্য দেন উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সুন্দরবন প্রেসক্লাবের সেক্রেটারি মাসুম বিল্লাহ, রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি গাজী আল ইমরান, দৈনিক যায় যায় দিনের প্রতিনিধি রনজিৎ বর্মন এবং দৈনিক সংগ্রামের প্রতিনিধি হুসাইন বিন আফতাব। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র সাংবাদিক শেখ আফজালুর রহমান।
বক্তারা উপকূলীয় সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ, সংবাদ সংগ্রহে প্রতিবন্ধকতা এবং নিরাপদ কর্মপরিবেশের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
প্রধান অতিথি বিচারপতি এ কে এম আব্দুল হাকিম প্রয়াত বিচারপতি দেওয়ান আনসার উদ্দিনকে শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, “তিনি ছিলেন শ্যামনগরের একজন কৃতি সন্তান। তাঁর কর্মনিষ্ঠা, সততা ও আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।” তিনি বলেন, “শ্যামনগরের সাংবাদিকদের জন্য বুনিয়াদি প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে। প্রেস কাউন্সিল সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও তথ্য অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
রাজু