ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

সাত ক্লাস ফেল, কিন্তু নাচে প্রথম

প্রকাশিত: ০৯:২৭, ২৩ মে ২০২৫

সাত ক্লাস ফেল, কিন্তু নাচে প্রথম

ছবি: সংগৃহীত

তারক মেহতা কা উলটা চশমাহ (টিএমকেওসি)-র ভক্তরা সম্প্রতি চমকে উঠেছেন, যখন দিশা ভাকানির একটি পুরনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে অভিনেত্রীকে দেখা যায় উচ্ছ্বাসভরে নাচতে। একেবারে ভিন্ন রূপে ধরা দিয়েছেন তিনি। তার ঐতিহ্যবাহী শাড়ির লুক ছেড়ে রূপালি রঙের বিকিনি টপ ও মিলিয়ে নেওয়া ছোট স্কার্ট পরে নাচছেন তিনি। চোখে রয়েছে রূপালি মেকআপ, আর চুল বাঁধা পনিটেইলে। তাকে একেবারে আলাদা লাগছিল।

যদিও ভিডিওটির উৎস এখনো নিশ্চিত নয়, অনেকেই মনে করছেন এটি দিশা ভাকানির ক্যারিয়ারের শুরুর দিকের কোনো কাজের অংশ।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয়তা পাচ্ছে। টিএমকেওসি-র ভক্তরা কমেন্ট সেকশনে নানা মজার প্রতিক্রিয়া দিয়েছেন। কেউ মজা করে লিখেছেন, "দয়াবেন তো বাবিতাজিকেও ছাড়িয়ে গেলেন!" কেউ আবার শো-এর জেঠালাল চরিত্রে দিলীপ জোশির মজার জিআইএফ শেয়ার করেছেন।

একজন লিখেছেন, “বাপুজি বলছে: ‘আররে এ সব কী হচ্ছে জেঠিয়াআআআআ’”। আরেকজন মজা করে লিখেছেন, “সাত ক্লাস ফেল, কিন্তু নাচে প্রথম”। আরেকটি মন্তব্য ছিল, “এই জন্যই দয়া বারবার আহমেদাবাদ যাওয়ার জেদ করত”।

তবে অনেকেই দিশা ভাকানির পক্ষেও মুখ খুলেছেন। একজন লিখেছেন, “এই হলো একজন বাইরের মানুষের প্রতি ইন্ডাস্ট্রির ব্যবহার”। আরেকজন লেখেন, “সংগ্রামীদের যেসব কাজ পাওয়া যায়, তাই করতে হয়। তাদের বিচার করা ঠিক নয়। অন্তত সে কষ্ট করেছে, কারও কাছ থেকে সুযোগ কেড়ে নেয়নি। যোগ্যতায় যা পেয়েছে, সম্মানের সাথেই করেছে। নেপোটিজমের সুবিধা পায়নি। সম্মান করা উচিত।”

দিশা ভাকানি ছিলেন টিএমকেওসি-র অন্যতম জনপ্রিয় চরিত্র দয়াবেনের ভূমিকায়। ২০১৮ সালে মাতৃত্বকালীন ছুটিতে গিয়ে তিনি আর ফেরেননি। শো-এর নির্মাতা অসিত কুমার মোদী বহুবার জানিয়েছেন, নতুন দয়াবেনের খোঁজ চলছে।

কয়েক মাস আগেই অসিত মোদী এক সাক্ষাৎকারে নিশ্চিত করেন যে দিশা আর ফিরছেন না। তিনি বলেন, “এখন তার পক্ষে ফেরা কঠিন। বিবাহিত জীবনের পর নারীদের জীবনে অনেক কিছু বদলে যায়। ছোট বাচ্চা সামলে কাজ করা খুবই কঠিন। তবে আমি এখনো আশাবাদী। মনে করি, ঈশ্বর কোনো অলৌকিক কিছু করবেন আর সে ফিরবে। যদি ফিরে আসে, তাহলে খুব ভালো। আর যদি কোনো কারণে না আসে, তাহলে নতুন দয়াবেন আনতেই হবে।”

এএইচএ

আরো পড়ুন  

×