ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

বদলে গেছে ঈশ্বরদীর মানুষের জীবনযাত্রার মান

হৃদয় হোসাইন,কন্ট্রিবিউটিং রিপোর্টার,পাবনা

প্রকাশিত: ১৪:৪৩, ২৩ মে ২০২৫

বদলে গেছে ঈশ্বরদীর মানুষের জীবনযাত্রার মান

ছবি: জনকন্ঠ

পাবনার ঈশ্বরদীর উপজেলায় ব্রিটিশ স্থাপনাগুলো আজও দৃশ্যমান। পদ্মা নদীর তীরে অবস্থিত উপজেলায় নতুন করে গড়ে উঠেছে দেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। যা উপজেলাকে নতুন করে দেশ দেশের বাহিরে পরিচিত করেছে।

কয়েক হাজার রাশিয়ান নাগরিক রয়েছে ঈশ্বরদী উপজেলায়। উপজেলায় অবস্থিত ১শ' বছরের বেশি পুরোনো ব্রিটিশ আমলে নির্মিত রেলওয়ে জংশন। এটি বাংলাদেশের প্রাচীনতম রেল জংশন। ঈশ্বরদী উপজেলা বাংলাদেশের উষ্ণ অঞ্চল হিসেবে পরিচিত। ঈশ্বরদী উপজেলাকে রেলের শহর এবং পাবনা জেলার প্রাণকেন্দ্র বলা হয়।  

ব্রিটিশ শাসনামলে ঈশ্বরদী একটি প্রতিষ্ঠিত গুরুত্বপূর্ণ জনপদ হিসাবে পরিচিত ছিল। জেলার অন্তর্গত একটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ প্রশাসনিক উপজেলা। ততকালীন ব্রিটিশ সরকার এখানে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো নির্মাণ করে। বাংলাদেশের বৃহত্তম রেলওয়ে জংশন, বৃহত্তম রেলওয়ে ব্রীজ বিমানবন্দর নির্মাণ করা হয় ব্রিটিশ আমলে।

১৯৭১ সালে দেশ ভাগের পর থেকে উন্নয়নের ধারাবাহিতা ধীরে ধীরে লোপ পেতে থাকে। প্রাপ্ত তথ্য মতে ১৬ ডিসেম্বর ১৯৪৯ খ্রি. তারিখে প্রথমে ঈশ্বরদী থানা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। পরবর্তীতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং দায়িত্বাবলি বৃদ্ধি পাওয়ায় ১৯৬০ সালে উন্নয়ন সার্কেল (আবগ্রেডেড থানা) হিসেবে পরিচিতি লাভ করে। ১৯৮৩ সালে ঈশ্বরদী উপজেলা হিসেবে এর নামকরণ করা হয়।

নামকরণ সম্পর্কে তেমন কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় নি। তবে অধিকাংশের মতে ঈশা খাঁর আমলে উপজেলার টেংরী গ্রামে ডেহী/কাঁচারী (Dehi/Kachari) ছিল। এখানে ঈশা খাঁর রাজস্ব কর্মচারীরা বসবাস করতেন এবং রাজস্ব আদায় করতেন। ঈশা খাঁ এখানে অনেকবার গমন করেছেন। সময়ের ব্যবধানে ঈশা খাঁ (Isha Khan) এর Isha এবং Dehi এই শব্দ দুটির সমন্বয়ে পরিবর্তনের মাধ্যমে Ishwardi (ঈশ্বরদী) এর নামকরণ হয় বলে জানা যায়।

উপজেলায় দর্শনীয় স্থান রয়েছে, রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র,পাবনা চিনি কল,পাকশি পদ্মা নদীর পাড়, গ্রিন সিটি (মিনি রাশিয়া), ঈশ্বরদী রেলওয়ে জংশন, পাকশী বিভাগীয় রেলওয়ে অফিস। পাকশী রিসোর্ট, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা), জয়নগর রিসোর্ট, ইক্ষু গবেষণা উচ্চ বিদ্যালয়, ঈশ্বরদী ইপিজেড, ঈশ্বরদী রেলওয়ে জংশন, নর্থ বেঙ্গল পেপার মিলস লিঃ, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইন্সটিটিউট, আঞ্চলিক কৃষি ডাল গবেষণা কেন্দ্র,মিরকামারী লিচু উৎসব (মৌসুমি), ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, হার্ডিঞ্জ ব্রীজ, লালন শাহ সেতু, পাকশী ফুরফুরা শরীফ।

রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ান নাগরিকদের পদচারণায় আরও বদলে গেছে ঈশ্বরদী জনপদের মানুষের জীবনযাত্রার মান। রাশিয়ান নাগরিকদের কেন্দ্র করে গড়ে উঠেছে রাশিয়ান সিটি। উপজেলা জুড়ে সৃষ্টি হয়েছে নতুন নতুন কর্মস্থান। দূর হচ্ছে বেকারত্ব। এসব প্রতিষ্ঠানে চাকরি করে উপজেলার হাজার হাজার নারী পুরুষ। বদলে গেছে অবকাঠামো, অর্থনৈতিক, রাজনৈতিক অবস্থা। সব মিলিয়ে ঈশ্বরদী জেলার গুরুত্বপূর্ণ উপজেলা হিসেবে পরিচিত পেয়েছে।

মুমু

×