ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

চোখের ইশারায় চলবে স্মার্টফোন

আইটি ডেস্ক

প্রকাশিত: ২০:৫৫, ২৩ মে ২০২৫

চোখের ইশারায় চলবে স্মার্টফোন

আঙুলের স্পর্শ ছাড়া চোখের ইশারায় ফোন স্ক্রল করা যাবে

আঙুলের স্পর্শ ছাড়া চোখের ইশারায় ফোন স্ক্রল করা যাবে। শুনতে অবাক লাগলেও চোখের ইশারায় চলতে সক্ষম স্মার্টফোন বাজারে নিয়ে আসতে যাচ্ছে জায়ান্ট অ্যাপল। প্রতিষ্ঠানটি তাদের ভিশন প্রো হেডসেটের ব্যবহারকারীদের জন্য একটি নতুন ফিচার পরীক্ষা করছে, যা হাতের কোনো সাহায্য ছাড়াই শুধু চোখের ইশারায় স্ক্রলিং, নেভিগেশন এবং কন্টেন্ট এক্সপ্লোরেশন সম্ভব করবে। এ ফিচার অন্তর্ভুক্ত হচ্ছে ভিশন ওএস-৩ অপারেটিং সিস্টেমের পরবর্তী সংস্করণে, যার নাম ঠরংরড়হঙঝ ৩।  
প্রযুক্তি বিষয়ক বিশ্লেষক বিশ্লেষক মার্ক গুরম্যানের বরাতে দ্য ভার্জ জানিয়েছে, আপকামিং ভিশন ওএস-৩ সফটওয়্যারে এ ফিচার অন্তর্ভুক্ত করা হচ্ছে। নতুন এ অপারেটিং সিস্টেমে চোখ যেখানে থাকবে, স্ক্রিন ঠিক সেখানে ফোকাস করবে। আপনি শুধু চোখের দৃষ্টির সাহায্যে মেনু থেকে মেনুতে যেতে পারবেন কিংবা পেজ স্ক্রোল করতে পারবেন খুব সহজেই।
প্রাথমিকভাবে অ্যাপলের এই দৃষ্টি-নির্ভর স্ক্রলিং প্রযুক্তি প্রতিষ্ঠানটির নিজস্ব অ্যাপগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তবে ভবিষ্যতে এটি উন্মুক্ত করে দেওয়া হবে অন্যান্য অ্যাপ ডেভেলপারদের জন্যও। অ্যাপল ইতোমধ্যে এমন ডেভেলপার টুলস প্রস্তুত করছে, যা ব্যবহার করে তৃতীয় পক্ষের অ্যাপ ডেভেলপাররা তাদের অ্যাপেও চোখ-নিয়ন্ত্রিত ইন্টারফেসের সংযুক্তি ঘটাতে পারবেন। বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধু প্রযুক্তিগতভাবে নয়, ব্যবহারকারীর অভিজ্ঞতা এবং অ্যাক্সেসিবিলিটির দিক থেকেও একটি বড় অগ্রগতি। যারা শারীরিকভাবে হাত ব্যবহার করতে পারেন না, তাদের জন্য এ ফিচারটি হতে পারে একটি রেভ্যুলুশনারি সমাধান।
আইটি ডেস্ক

×