
ছবি:সংগৃহীত
বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের সম্ভাব্য পদত্যাগ ইস্যু গুরুত্বের সঙ্গে উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যম ও বার্তা সংস্থাগুলোর প্রতিবেদনে।
বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে নাহিদ ইসলাম জানান, প্রয়োজনীয় সংস্কার বিষয়ে রাজনৈতিক ও প্রশাসনিক সমর্থন না পেলে ড. ইউনূস পদত্যাগ করতে পারেন। এই মন্তব্যের পরেই বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদন প্রকাশ করে, যেখানে বলা হয়, সংকট সমাধানে সমর্থন না পেলে প্রধান উপদেষ্টা তাঁর পদত্যাগের বিষয়টি বিবেচনা করতে পারেন।
এর আগে বিবিসি একটি পৃথক প্রতিবেদনে নাহিদ ইসলামকে উদ্ধৃত করে জানায়, অধ্যাপক ড. ইউনূস দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারছেন না বলে আভাস দিয়েছেন। তবে এনসিপি প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছে, যেন তিনি এমন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ না করেন যা রাজনৈতিক প্রক্রিয়াকে আরও জটিল করে তুলতে পারে।
জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, এ সময় দায়িত্বশীল ভূমিকা পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেশের বৃহত্তর স্বার্থে ড. ইউনূসের নেতৃত্ব অব্যাহত থাকা প্রয়োজন।
আঁখি