ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে জুলাই ঐক্যের হুঁশিয়ারি, শাহবাগে প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত: ২২:৫৬, ২৩ মে ২০২৫; আপডেট: ২২:৫৭, ২৩ মে ২০২৫

দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে জুলাই ঐক্যের হুঁশিয়ারি, শাহবাগে প্রতিবাদ সমাবেশ

ছবি: সংগৃহীত

জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর থেকে দেশজুড়ে বিভক্তি ও ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে জুলাই ঐক্য। এক প্রেস রিলিজে সংগঠনটি জানায়, সরকারের উপদেষ্টা পরিষদে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে নিয়োজিত সদস্যদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

সংগঠনের দাবি, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগের সিদ্ধান্তে উপনীত হওয়ার পর থেকেই রাজনৈতিক দলগুলোর দায়িত্ব আরও বেড়েছে। অথচ তারা সরকারকে সহযোগিতার পরিবর্তে নানা ধরনের চাপ প্রয়োগ করছে।

জুলাই ঐক্যের অভিযোগ, ৫ আগস্টের ছাত্র আন্দোলনের পর বিভিন্ন দল ও প্ল্যাটফর্ম গঠনের মাধ্যমে জুলাই শক্তির মধ্যে বিভাজন সৃষ্টি হয়, যেটি দেশি-বিদেশি ষড়যন্ত্রেরই অংশ। বিশেষ করে ভারত ও শেখ হাসিনার অনুসারীরা এই পরিস্থিতিকে কাজে লাগাচ্ছে বলে অভিযোগ সংগঠনটির।

প্রেস রিলিজে বলা হয়, “ভারতীয় প্রক্সিদের আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই—যদি আগামী ৩০ কর্মদিবসের মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণা পত্র প্রকাশ না হয়, তবে এর দায়ভার সরকার ও তাদের সহযোগী রাজনৈতিক দলসমূহকে নিতে হবে।”

সংগঠনটি জানায়, দেশের স্বার্থে তারা আবারও রক্ত দিতে প্রস্তুত। তাই আগামী ২৫ মে, রোববার বিকাল সাড়ে ৩টায় শাহবাগে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে দেশব্যাপী জুলাই শক্তির সবাইকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

এছাড়া ২৪ মে থেকে ৩০ মে পর্যন্ত অনলাইন ও অফলাইনে একটি একত্রীকরণ ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে জুলাই ঐক্য, যার মাধ্যমে সারা দেশে ছড়িয়ে থাকা সমমনা শক্তিগুলোকে একত্রিত করার চেষ্টা চালানো হবে।

সংগঠনের বক্তব্যে স্পষ্ট, দেশের সার্বভৌমত্ব রক্ষায়, বৈষম্যহীন বাংলাদেশ গঠনে এবং অভ্যন্তরীণ ও বহিরাগত হস্তক্ষেপ প্রতিহত করতেই তাদের এই নতুন কর্মসূচি।

আসিফ

×