ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবিতে উত্তাল বায়তুল মোকাররম

প্রকাশিত: ১৫:১৮, ২৩ মে ২০২৫

নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবিতে উত্তাল বায়তুল মোকাররম

ছবি: সংগৃহীত

সম্প্রতি গঠিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবিতে বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ শুক্রবার (২৩ মে) জুম্মার নামাজের পর সংগঠনটি বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে মিছিল বের করে।

মিছিলে অংশগ্রহণকারীরা নারী কমিশন বাতিলের পাশাপাশি ২০১৩ সালের শাপলা চত্বরের গণহত্যা এবং ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত ‘গণহত্যার’ বিচার দাবি করেন। একই সঙ্গে তারা ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে জোরালো অবস্থান পুনর্ব্যক্ত করেন।

বিক্ষোভকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিয়ে মিছিল নিয়ে পল্টনমুখী রওনা হন।

এএইচএ

×