ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

বান্দরবানের লামায় অস্ত্রসহ গ্রেফতার

রতন কুমার দে,বান্দরবান

প্রকাশিত: ১৫:১৮, ২৩ মে ২০২৫

বান্দরবানের লামায় অস্ত্রসহ গ্রেফতার

ছবি: জনকণ্ঠ

বান্দরবানের লামায় ডাকাতির ঘটনায় জেলা গোয়েন্দা শাখা ও লামা থানা পুলিশের অভিযানে এই পর্যন্ত ৮জন আসামিকে গ্রেফতার করা হয়েছে আর এই সময় তাদের কাছে ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র ও লুণ্ঠিত ৫২লক্ষ ৫৭ হাজার ২শত টাকা উদ্ধার করেছে বলে জানায় পুলিশ।

শুক্রবার (২৩ মে) সকালে বান্দরবান পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার বিষয়টি নিশ্চিত করেন।

এসময় পুলিশ সুপার বলেন, গত ৯মে রাতে বান্দরবানের লামা পৌরসভার লাইনঝিরি আবুল খায়ের টোব্যাকোর অফিস কক্ষ থেকে অজ্ঞাতনামা ১৫থেকে ২০জন সশস্ত্র ডাকাত এক কোটি বাহাত্তর লক্ষ পঁচাত্তর হাজার ছয়শত আটত্রিশ টাকা ডাকাতি করে নিয়ে যায়, আর এই ঘটনার পরে আবুল খায়ের টোব্যাকোর ম্যানেজার (অপারেশন) মো.আব্দুর রব বাদী হয়ে লামা থানায় একটি ডাকাতি মামলা রুজু করে। 

ঘটনার পর পুলিশের অভিযানে এই পর্যন্ত বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম জেলার একাধিক স্থানে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ৮আসামীকে গ্রেফতার করা হয় , উদ্ধার করা হয় ৫২লক্ষ ৫৭হাজার ২০০টাকা আর তাদের কাছ থেকে জব্দ করা হয় ৩টি দেশীয় বন্দুক, ৬ রাউন্ড কার্তুজ, ৪ রাউন্ড বুলেট, চাকু ও গ্রিল কাটার মেশিন। লুণ্ঠিত সকল টাকা উদ্ধারে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে এসময় সাংবাদিকদের অবগত করেন পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,জনকণ্ঠ প্রতিনিধি রতন কুমার দে সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মী এবং পুলিশের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

সাব্বির

×