ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

ব্লেক লাইভলি-জাস্টিন বালডোনি মামলা থেকে মুক্তি মিললো টেইলর সুইফটের

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৮:৩১, ২৩ মে ২০২৫; আপডেট: ০৮:৩৭, ২৩ মে ২০২৫

ব্লেক লাইভলি-জাস্টিন বালডোনি মামলা থেকে মুক্তি মিললো টেইলর সুইফটের

ব্লেক লাইভলি ও জাস্টিন বালডোনির মধ্যকার চলমান আইনি লড়াইয়ে টেলর সুইফটকে আর সাক্ষী হিসেবে আদালতে হাজির হতে হবে না।

গত বছর শেষ থেকে এই দুই হলিউড তারকার মধ্যে তীব্র আইনি দ্বন্দ্ব চলছে। চলতি মাসের শুরুর দিকে সুইফটের বিরুদ্ধে সাবপোনা জারি করলেও, সুইফট স্বেচ্ছায় কিছু তথ্য প্রদান করার পর বালডোনির আইনজীবীরা সেটি প্রত্যাহার করে নিয়েছেন বলে জানিয়েছে টিএমজেড, সূত্রের বরাতে।

লাইভলির মুখপাত্র *ডেইলি নিউজ*কে জানিয়েছেন, তারা “টেলর সুইফটের দলের এই অনুচিত সাবপোনা বাতিলের চেষ্টাকে সমর্থন করেন” এবং বলছেন যে, “যেকোনো তৃতীয় পক্ষকে অযথা হয়রানি করা হলে আমরা তাদের পক্ষে দাঁড়াব।”

তিনি আরও বলেন, “এক সময় \[বালডোনির দল] এই মামলার প্রকৃত যৌন হয়রানি ও প্রতিশোধমূলক আচরণের অভিযোগ থেকে দৃষ্টি সরিয়ে নেওয়ার উপায় ফুরিয়ে ফেলবে।” সাবপোনাটিকে “সুইফটকে ব্যবহার করে মনোযোগ আকর্ষণের ফাঁদ” বলে আখ্যায়িত করেন তিনি।

সাবপোনার প্রেক্ষিতে, সুইফটের প্রতিনিধি টিএমজেডকে জানিয়েছেন, বালডোনির দাবি সত্ত্বেও, সুইফট “It Ends With Us” সিনেমার সেটে কখনও পা রাখেননি, কোনো কাস্টিং সিদ্ধান্তে তিনি জড়িত ছিলেন না এবং চিত্রনাট্যেও কোনো মতামত দেননি।

সেই সিনেমার পরিচালক বালডোনি দাবি করেছিলেন, অভিনেত্রী ইসাবেলা ফেরারকে তরুণ ব্লেক লাইভলি চরিত্রে নেয়ার ক্ষেত্রে সুইফটের সম্মতি ছিল এবং চিত্রনাট্য সংশোধন নিয়ে এক উত্তপ্ত বৈঠকে তিনি উপস্থিত ছিলেন।

তবে সুইফটের মুখপাত্র জানান, তার সম্পৃক্ততা কেবল একটি গানের ব্যবহার অনুমোদনের মধ্যেই সীমাবদ্ধ ছিল এবং সাবপোনাটি ছিল “তথ্যভিত্তিক মামলার বদলে ট্যাবলয়েড ক্লিকবেইট তৈরির একটি প্রচেষ্টা।”

গত ডিসেম্বরে লাইভলি বালডোনির বিরুদ্ধে যৌন হয়রানি এবং প্রতিশোধমূলক smear campaign চালানোর অভিযোগে মামলা করেন। কয়েক সপ্তাহ পর বালডোনি ৪০০ মিলিয়ন ডলারের পাল্টা মানহানি ও ব্ল্যাকমেইলের মামলা করেন, যেখানে লাইভলি, তার স্বামী রায়ান রেনল্ডস এবং জনসংযোগ কর্মকর্তা লেসলি স্লোনকে অভিযুক্ত করা হয়।

তার অভিযোগগুলোর মধ্যে রয়েছে, লাইভলি যেকোনো উপায়ে সিনেমার সৃজনশীল নিয়ন্ত্রণ নিতে চেয়েছিলেন এবং এ ক্ষেত্রে সুইফটের জনপ্রিয়তাকেও হাতিয়ার করেছিলেন। মামলায় লাইভলির কিছু টেক্সট মেসেজের উল্লেখ করা হয়েছে, যেখানে তিনি সুইফটকে নিজের “ড্রাগনদের” একজন বলে উল্লেখ করেন।

এই টানাপোড়েনের মধ্যে, সূত্র জানিয়েছে যে সুইফট এই আইনি লড়াইয়ের সঙ্গে সম্পৃক্ত হতে চান না এবং তার লাইভলির সঙ্গে দীর্ঘ দিনের বন্ধুত্বও এতে প্রভাবিত হয়েছে।

এই মামলাটি আগামী বছরের মার্চে নিউ ইয়র্ক সিটিতে বিচার শুরু হওয়ার কথা রয়েছে।

বালডোনির আইনি দল এ বিষয়ে *ডেইলি নিউজ*-এর অনুরোধে এখনো মন্তব্য করেনি।

মুমু

×