
ছবি: সংগৃহীত
মানি রত্নমের ‘থাগ লাইফ’ নিয়ে উত্তেজনা ক্রমেই বাড়ছে, কারণ ছবিটি মুক্তি পাচ্ছে ৫ জুন ২০২৫।
এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ছবিতে কমল হাসান ও তৃষা কৃষ্ণনের রোমান্স এবং তাদের মধ্যে ৩০ বছরের বয়সের পার্থক্য। এই বিশাল বয়সের ফারাক সত্ত্বেও পর্দায় প্রেমের সম্পর্ক তুলে ধরা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
সম্প্রতি মুম্বাইয়ে ছবির প্রি-রিলিজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃষা। অনস্ক্রিন রোমান্স ও বয়স নিয়ে সমালোচনার জবাবে অভিনেত্রী দিয়েছেন উপযুক্ত উত্তর।
তৃষা বলেন, “এই ধরনের প্রতিক্রিয়া আসবে সেটা আমি আগেই বুঝেছিলাম, এমনকি আমি তখনও ছবিটিতে সাইন করিনি। তখনই মনে হয়েছিল, বাহ! এটা তো ম্যাজিক হতে যাচ্ছে।”
কমল হাসান ও মানি রত্নমকে একসঙ্গে কাজ করতে দেখা যে কতটা অসাধারণ অভিজ্ঞতা ছিল, সে প্রসঙ্গে তৃষা আরও বলেন, “আমরা সবাই অভিনেতা হিসেবে অনুভব করছিলাম, আরে দারুণ! আমাদের এখন একটু কাজ করতে হবে। কেবল তাদের দিকে তাকিয়ে থাকলে চলবে না। এটা ছিল একেবারে জাদুর মতো।”
‘থাগ লাইফ’ ছবিতে তৃষা অভিনীত গান ‘সুগার বেবি’ নিয়ে সামাজিক মাধ্যমে নেতিবাচক প্রতিক্রিয়া এসেছে। অনেকেই মন্তব্য করেছেন, চল্লিশোর্ধ্ব একজন অভিনেত্রীকে এমন একটি “অনুচিত” শিরোনামের গানে নাচতে দেখা উচিত হয়নি।
সূত্র: এনডিটিভি
এএইচএ