ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের টিয়ারসেল নিক্ষেপ

মোঃ ইমারত হোসেন, কালিয়াকৈর,গাজীপুর

প্রকাশিত: ১৯:৪১, ২৩ মে ২০২৫; আপডেট: ১৯:৪২, ২৩ মে ২০২৫

কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের টিয়ারসেল নিক্ষেপ

গাজীপুরের কালিয়াকৈরে মাহমুদ জিন্স অ্যান্ড ওয়াশিং প্লান্টের  শ্রমিকরা বকেয়া বেতনসহ সার্ভিস চার্জ ও ছুটির অর্থ পরিশোধের দাবিতে শুক্রবার  সকাল ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় অবরোধের চেষ্টা করে। তবে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আগেই কালিয়াকৈর থানা পুলিশ ও শিল্প পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের শান্ত রাখতে সক্ষম হয় এবং তাদের সঙ্গে আলোচনায় বসে।

পরে কারখানার প্রধান ফটকের সামনে শ্রমিক ও পুলিশের মধ্যে বৈঠকের আয়োজন করা হয়। সেখানে শ্রমিকরা অভিযোগ করেন, ২০২৪ সালের ৯ নভেম্বর হঠাৎ করে কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়। এরপর গত ২৮ ডিসেম্বর পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত কোনো অর্থ পরিশোধ করা হয়নি।

শ্রমিকদের অভিযোগ, মালিকপক্ষ একাধিকবার তারিখ পিছিয়ে দিয়ে প্রতারণা করে আসছে। ফলে তারা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। পরে তারা সড়ক অবরোধের চেষ্টা করে এ সময় পুলিশ শ্রমিকদের উপর লাঠিচার্জ সহ টিয়ার সেল নিক্ষেপ করে। পুলিশের লাঠির আঘাতে কয়েকজন মহিলা শ্রমিক আহতের ঘটনা ঘটে ।

পুলিশ সূত্রে জানাযায়, শ্রমিকদের সড়ক অবরোধের পরিকল্পনার খবর আগে থেকেই তারা গোপন সূত্রে জানতে পেরে শ্রমিকরা যাতে অপ্রীতিকর কোন ঘটনা ঘটাতে না পারে তার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করি। এতে করে বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এ বিষয়ে কারখানা মালিকপক্ষ মাহমুদ জিন্স লিমিটেড ও মাহমুদ ওয়াশিং প্লান্ট লিমিটেডের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

রাজু

×