ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

আনন্দবাজার প্রতিবেদন

একদিকে কান-এর লাল গালিচায় ঐশ্বরিয়া , অভিষেক তখন অন্য নায়িকার সঙ্গে নৈশভোজে!

প্রকাশিত: ০৭:৪৯, ২৩ মে ২০২৫; আপডেট: ০৭:৫১, ২৩ মে ২০২৫

একদিকে কান-এর লাল গালিচায় ঐশ্বরিয়া , অভিষেক তখন অন্য নায়িকার সঙ্গে নৈশভোজে!

ছবি:সংগৃহীত

কান'-এর মঞ্চে চর্চার কেন্দ্রবিন্দু যখন ঐশ্বরিয়া রাই বচ্চন , তখন তাঁর সঙ্গে বিদেশে পাড়ি দেননি অভিষেক বচ্চন। 'কান'-এর লাল গালিচায় কোনোবারই যান না অভিষেক বচ্চন। আর এই বছর বিশেষভাবে চর্চায় রয়েছেন ঐশ্বর্য্য, কারণ তাঁর সাজপোশাক।

 

 

তবে ঐশ্বর্য্য যখন 'কান'-এর লাল গালিচায় দ্যুতি ছড়াচ্ছেন, তখন মুম্বইতে এক বলি সুন্দরীরর সঙ্গে ডিনারে গেলেন অভিষেক বচ্চন। কে সেই বলিউড সুন্দরী? তিনি আর কেউ নন, তিনি ডায়না পেন্টি । ঐশ্বর্য্য যখন 'কান'-এ চর্চার কেন্দ্রবিন্দুতে, তখন মা জয়া বচ্চন ও বলিউড অভিনেত্রী ডায়না পেন্টির সঙ্গে মুম্বইয়ের একটি রেস্তোরাঁয় রাতের খাবার খেতে দেখা গেল অভিষেক বচ্চনকে। তবে কেবল এই ৩ জনই নয়, এদিন রেস্তোরাঁয় হাজির ছিলেন দুই পরিবারের বন্ধু ও পরিবারের লোকজনেরাও। তবে হঠাৎ তাঁরা কেন একসঙ্গে খেতে গিয়েছিলেন, সেই বিষয়ে কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। পাপারাৎজিদের জন্য কোনও পোজ ও দেননি তাঁরা। কেবল তাঁদের রেস্তোরাঁয় ঢোকা ও বেরনোর ছবি প্রকাশ্যে এসেছে। 

 

 

প্রসঙ্গত, 'কান'-এর লাল গালিচায়, সিঁথি ভরা সিঁদুর পরে ক্যামেরাবন্দি হয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। ঐশ্বরিয়া রাইয়ের লুক চর্চায় থাকার একাধিক কারণ রয়েছে। তার মধ্যে অবশ্যই তাঁর সিঁথির সিঁদুর অন্যতম কারণ। সদ্য গুঞ্জন উঠেছিল, অভিষেক বচ্চনের (Abhishek Bachchan) সঙ্গে নাকি বিচ্ছেদ হয়ে যেতে চলেছে তাঁর। দীর্ঘদিন থেকেই নাকি মেয়েকে নিয়ে আলাদা থাকছেন ঐশ্বরিয়া। আর বাবা মায়ের সঙ্গে রয়েছেন অভিষেক। তবে কান-এর মঞ্চে ঐশ্বরিয়ার সিঁথি ভরা সিঁদুর যেন সব কিছুর জবাব। সিঁদুরকে মাথার মুকুটের মতো পরেছিলেন ঐশ্বর্য্য। তাঁর সাদা বেনারসি সাজের মধ্যে ঝলমল করছিল তাঁর সিঁথির সিঁদুর। আর সেটাই যেন যাবতীয় গুঞ্জনকে ধুলিসাৎ করে দিচ্ছিল। ঐশ্বর্য্য যেন এভাবেই বার্তা দিলেন, তাঁর ও অভিষেকের দাম্পত্য একেবারে সঠিক জায়গাতেই রয়েছে।ঐশ্বরিয়ার সিঁদুর ঘিরে দ্বিতীয় জল্পনা হল, 'অপারেশন সিঁদুর'। কাশ্মীরের পহেলগাঁও-তে বেছে বেছে হিন্দু পর্যটক হত্যার নারকীয় ঘটনা এখনও ভোলেনি ভারতের একজন মানুষও। সেই ঘটনায় পাওয়া গিয়েছিল পাকিস্তানের জঙ্গি যোগ। আর সেই ঘটনার প্রত্যুত্তরেই কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা।

 

 

সেই অপারেশনের নাম দেওয়া হয়েছিল 'অপারেশন সিঁদুর'। পহেলগাঁও-তে যাঁদের স্বামীদের মারা হয়েছিল, তাঁদের স্ত্রীরা জানিয়েছিলেন, কপালে সিঁদুর দেখে স্বামীদের বেছে বেছে মেরেছে জঙ্গিরা। ভারতীয় নারীদের সিঁদুর মোছার সেই বদলাই যেন নিয়েছিল ভারতীয় সেনা- 'অপারেশন সিঁদুর'-এর মাধ্যমে। কান-এর মঞ্চে, সিঁথি ভর্তি সিঁদুর পরে ঐশ্বর্য্য যেন সম্মান জানালেন সমস্ত ভারতীয় সেনাদের। যাঁরা 'অপারেশন সিঁদুর' করেছিলেন, সেই সেনাদের সম্মানেই যেন সিঁথি ভর্তি সিঁদুর পরেছেন ঐশ্বর্য্য।
 

আঁখি

×