
অযত্ন অবহেলায় দিনে দিনে সৌন্দর্য হারাচ্ছে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জের ঐতিহ্যবাহী শাহী মসজিদ।পাঁচশত বছর পূর্বে সুলতানি শাসনামলে উপজেলার মজিবাড়িয়া এলাকায় নির্মিত হয় এই শাহী মসজিদটি। কিন্তু নির্মানের পরে থেকে অদ্যবধি সঠিকভাবে পরিচর্যা এবং যথাযথ সংস্কারের অভাবে আজ ধ্বংসের দ্বারপ্রান্তে দক্ষিণাঞ্চলের সবচেয়ে প্রাচীন মুসলিম স্থাপত্যের অন্যতম নিদর্শন ঐতিহাসিক মজিদবাড়িয়া শাহী জামে মসজিদ। শুধু কাগজে কলমেই মসজিদটি সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের আওতায়।
একসময় মসজটি ছিলো চকচকা ফকফকা।দেখা মনে হতো শিল্পীর নিপুণ হাতে অঙ্কিত এক ছবি। দীর্ঘদিন সংস্কারের অভাবে বর্তমানে মসজিদটির সৌন্দর্য ও ঐতিহ্য হারাতে বসেছে। তারপরও ঐতিহাসিক এ মসজিদটি দেখতে প্রতিদিন শত শত মানুষ আসেন।
পটুয়াখালী শহর থেকে ২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে মসজিদবাড়িয়া মসজিদ অবস্থিত। সুলতান রুকনুদ্দীন শাহ বাকলা দখল করে ১৪৬৫ সালে মির্জাগঞ্জ থানার মজিদবাড়িয়া গ্রামে এক গম্বুজবিশিষ্ট এই মসজিদ নির্মাণ করেন। মসজিদে ৩টি দৃষ্টিনন্দন কারুকার্যখচিত মেহরাব আছে। পূর্বদিকে ৩টি খিলান পথ, ৬টি ৮ কোণার মিনার ও সুদৃশ্য পিলার রয়েছে। একটি বারান্দাযুক্ত মসজিসটির পূর্ব-উত্তর ও দক্ষিণ দিকে দু’টি করে জানালা রয়েছে। দীর্ঘদিন সংস্কারের অভাবে দরজা-জানালার কপাট ও পিলারগুলোর অস্তিত্ব বিলীনের পথে। বিশাল এক গম্বুজবিশিষ্ট এ মসজিদটি রড ও সিমেন্ট ছাড়াই চুন সুরকি ও ইট দিয়ে নির্মাণ করা হয়েছে। মসজিদ সংলগ্ন একটি বড় দীঘি রয়েছে। মুসুল্লিরা সেখানে অজু ও গোসল করেন। এখানে চিরনিদ্রায় শায়িত আছেন পরগনার ইয়াকিন শাহ ও কালাশাহ।
মসজিদের দক্ষিণ-পূর্ব পাশেই রয়েছে আরও দুটি কবর। প্রতিবছর ৩০শে কার্তিক বার্ষিক মাহফিলের আয়োজন করে এন্তেজামিয়া কমিটি। মাহফিলে দেশবরেণ্য আলেম-ওলামারা ওয়াজ করেন। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, দ্রুত সংস্কার করলে মসজিদটি আরও দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় হয়ে উঠবে। শাহী মসজিদের ইমাম মওলানা মো. ইব্রাহীম জানান, প্রাচীন স্থাপত্যকলার উজ্জ্বল নিদর্শন এই মসজিদ দেখতে বহু দর্শনার্থী মজিদবাড়িয়া গ্রামে আসেন। এই মসজিদে যারাই নামাজ পড়েন, প্রশান্তিতে তাদের মন ভরে ওঠে। মসজিদ কমিটির সভাপতি মো. বাবুল হাওলাদার জানান, মসজিদ-সংলগ্ন রেস্ট হাউসটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। রেস্ট হাউসসহ মসজিদের উন্নয়নে বর্তমান সরকার ও জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম জানান, মসজিদটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা হবে।
নোভা