ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

লিংকডইনে ভাইরাল এক রাতের ক্যাফে মায়া

প্রকাশিত: ১৩:৩১, ২৩ মে ২০২৫

লিংকডইনে ভাইরাল এক রাতের ক্যাফে মায়া

ছবি: সংগৃহীত

লিংকডইনে একটি ভাইরাল পোস্ট এখন পরিণত হয়েছে মজার এক ভুল পরিচয়ের ঘটনায়। সিঙ্গাপুরের উদ্যোক্তা ও ডিবিএস ব্যাংকের প্রাক্তন কর্মী জানি হুজিক দাবি করেন, তিনি ইন্দোনেশিয়ার বালির এক ক্যাফেতে ব্যাংকটির সাবেক সিইও পিউষ গুপ্তার সঙ্গে দেখা করেছেন। তিনি সেই "সাক্ষাৎ"-এর একটি ছবি ও দীর্ঘ একটি পোস্ট শেয়ার করেন, যেখানে তিনি ওই ব্যক্তির বিনয় ও ব্যক্তিত্বের ভূয়সী প্রশংসা করেন।

কিন্তু কিছুদিন পর পিউষ গুপ্তা নিজেই ওই পোস্টে মন্তব্য করে লেখেন, “আপনাকে হতাশ করতে চাই না, কিন্তু ওটা আমি না!” তাঁর এই মন্তব্যের আগেই পোস্টটি লিংকডইন ও এক্স (পূর্বে টুইটার)-এ ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায়।

হুজিক, যিনি ২০১৪ থেকে ২০১৫ সাল পর্যন্ত ডিবিএস ব্যাংকে সিনিয়র সার্ভিস এক্সিকিউটিভ হিসেবে কাজ করেছেন, তিনি ওই অচেনা ব্যক্তিকে পিউষ গুপ্তা ভেবে ভীষণ মুগ্ধ হন। তিনি লেখেন, “তিনি একদম আপনার মতই মুগ্ধকর ছিলেন এবং একদম সঠিক কথাগুলোই বলেছেন।”

এই ঘটনা পেশাদার মহলে, বিশেষ করে ব্যাংকিং খাতে, তুমুল আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই একে “সালসের সেরা পোস্ট” বলে মন্তব্য করেছেন। পিউষ গুপ্তার মন্তব্যটিতে ৫,০০০-এর বেশি লাইক পড়েছে, এবং সবাই এই অপ্রত্যাশিত মোড়ের জন্য হাসি থামাতে পারছেন না।

একজন মন্তব্য করেন, “যদি এটি নিছক এক কাকতালীয় ঘটনা হয়ে থাকে – বাহ! আর যদি পরিকল্পিত লিংকডইন কৌশল হয়ে থাকে – তাহলে ১০ গুণ বাহ!”

আরেকজন লেখেন, “উন্মাদনা আর কৌতুকের মাঝামাঝি একটা জায়গায় এই পোস্টটি অবস্থান করছে।”

আরেক ব্যবহারকারী লিখেছেন, “এখন তো লিংকডইন ফেসবুকের চেয়েও বেশি মজার!”

 

সূত্র: এনডিটিভি

এএইচএ

×