ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

সীমা পেরিয়ে গেল ইসরায়েল? কূটনীতিকদের ওপর হামলায় ক্ষুব্ধ ইউরোপ!

প্রকাশিত: ১৭:৫৭, ২৩ মে ২০২৫; আপডেট: ১৮:১৬, ২৩ মে ২০২৫

সীমা পেরিয়ে গেল ইসরায়েল? কূটনীতিকদের ওপর হামলায় ক্ষুব্ধ ইউরোপ!

পশ্চিম তীরে বিদেশি কূটনীতিকদের ওপর ইসরায়েলি হামলায় উত্তাল হয়ে উঠেছে আন্তর্জাতিক অঙ্গন। ইউরোপের একাধিক দেশ এরইমধ্যে এ হামলার কড়া প্রতিবাদ জানিয়েছে। ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশের পক্ষ থেকে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি উঠেছে।

ইউরোপীয় কূটনীতিকরা চলমান সংঘাত পরিস্থিতি পর্যবেক্ষণে পশ্চিম তীরে অবস্থান করছিলেন। সেই সময়েই হামলার শিকার হন তারা। এ ঘটনায় ইসরায়েলি প্রশাসনের নিন্দা জানিয়েছেন পশ্চিমা নেতারা। বিশেষ করে, ফ্রান্স ও জার্মানির কড়া বার্তা—কূটনৈতিক নিরাপত্তা রক্ষা করতে ব্যর্থ হলে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায় নিতে হবে ইসরায়েলকে।

এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এসব প্রতিক্রিয়াকে “ভুল ব্যাখ্যা” বলে অভিহিত করেছেন। তার দাবি, পশ্চিমা দেশগুলো একতরফাভাবে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে অবস্থান নিচ্ছে, যা ইসরায়েলের সার্বভৌমত্বে হস্তক্ষেপের শামিল।

সাম্প্রতিক সময়ে ফিলিস্তিন-ইসরায়েল উত্তেজনা যেভাবে আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করছে, তাতে এই হামলার ঘটনা বিশ্ব কূটনৈতিক মহলে নতুন করে অস্থিরতা সৃষ্টি করেছে। বিশ্লেষকরা বলছেন, কূটনীতিকদের টার্গেট করে ইসরায়েল এবার যেন ‘সীমা ছাড়িয়ে গেল’।

সূত্র: https://youtu.be/ke87Cbno6_s?si=09ow5Tm6E7ZoDy1X

মিমিয়া

×