
ছবি: সংগৃহীত।
“আমরা তোমাদের শ্বাস রুদ্ধ করব”: হাফিজ সাঈদের ভাষায় ভারতকে হুমকি পাকিস্তান সেনা কর্মকর্তার
এক পাকিস্তানি সেনা মুখপাত্রের মন্তব্য, যা জঙ্গি সংগঠন লস্কর-ই-তইয়েবা প্রধান হাফিজ সাঈদের হুমকির সঙ্গে মিলে যায়, আবারও পাকিস্তান সেনাবাহিনী ও সন্ত্রাসী নেটওয়ার্কের বিপজ্জনক মিলের দৃষ্টান্ত তুলে ধরেছে।
পাকিস্তানের এক বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরীর বক্তব্যের ভিডিওতে দেখা যায়, তিনি বলেন, “যদি আমাদের পানি বন্ধ করো, তাহলে আমরা তোমাদের শ্বাস বন্ধ করে দেব”। ধারণা করা হচ্ছে, তিনি ভারতের সাম্প্রতিক জলবন্টন চুক্তি স্থগিত করার সিদ্ধান্তের প্রতি ইঙ্গিত করছিলেন, যা ২২ এপ্রিল পাহেলগাঁও সন্ত্রাসী হামলার পর নেওয়া হয়েছে।
এই বক্তব্য হুবহু মিলে যায় লস্কর-ই-তইয়েবার প্রতিষ্ঠাতা হাফিজ সাঈদের আগের একটি বক্তব্যের সঙ্গে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও অনুযায়ী, হাফিজ সাঈদ বলেছিলেন, “যদি তোমরা পানি বন্ধ করো, আল্লাহর ইচ্ছায় আমরা তোমাদের শ্বাস বন্ধ করে দেব, এরপর রক্ত এই নদীতে বইবে।”
অনেকেই অনলাইনে এ বক্তব্যের মধ্যে অস্বাভাবিক মিল খুঁজে পেয়ে সমালোচনায় সরব হয়েছেন। বিষয়টি আরও বিতর্কের জন্ম দেয়।
আফগান রাজনীতিবিদ এবং প্রাক্তন এমপি মারিয়ম সোলাইমানখিল মন্তব্য করে বলেন, “ও যেন হুবহু লস্কর-ই-তইয়েবার প্রতিষ্ঠাতা হাফিজ সাঈদের কথা কপি করেছে – ‘যদি ভারত পানি বন্ধ করে, আমরা তাদের শ্বাস বন্ধ করব।’ মনে হচ্ছে পাকিস্তান সেনাবাহিনী ও স্বীকৃত জঙ্গিদের একই স্ক্রিপ্ট।”
ভারতের সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’ স্বাধীনভাবে হাফিজ সাঈদের ভিডিওর সময়কাল যাচাই করতে পারেনি, তবে ধারণা করা হচ্ছে এটি তার আগের কোনো জনসভা থেকে নেওয়া।
পাহেলগাঁও হামলার পর ভারত ১৯৬০ সালের ইন্দাস জলচুক্তি নিয়ে প্রশ্ন তুলেছে। এই পদক্ষেপটি ইসলামাবাদের বিরুদ্ধে ধারাবাহিক কূটনৈতিক চাপ তৈরির অংশ, যেখানে ভারত পাকিস্তানের বিরুদ্ধে সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ এনেছে।
সূত্র: https://shorturl.at/x1Goj
মিরাজ খান