ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

সন্তান জন্ম দিতে চাইলে মিলবে না যুক্তরাষ্ট্রের ভিসা

প্রকাশিত: ১৭:৫২, ২৩ মে ২০২৫

সন্তান জন্ম দিতে চাইলে মিলবে না যুক্তরাষ্ট্রের ভিসা

মার্কিন যুক্তরাষ্ট্র সরকার ‘জন্ম পর্যটন’ বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। নতুন নীতিমালায় বলা হয়েছে, শুধুমাত্র সন্তানের নাগরিকত্ব অর্জনের উদ্দেশ্যে ট্যুরিস্ট ভিসা ব্যবহার করা এখন থেকে সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ঘোষণা অনুযায়ী, এই ধরনের কার্যকলাপকে ভিসার শর্তের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

 

এক বিবৃতিতে পররাষ্ট্র দপ্তর জানায়, যারা যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়ার মাধ্যমে নাগরিকত্ব অর্জনের চেষ্টা করেন, তাদের ভিসা আবেদন এখন থেকে কনস্যুলার কর্মকর্তারা সরাসরি বাতিল করবেন যদি তাদের মনে হয় যে এটি ভ্রমণের প্রধান উদ্দেশ্য। ‘জন্ম পর্যটন’ নামক এই প্রক্রিয়াকে অবৈধ বলে বিবেচনা করা হচ্ছে এবং এই নীতির ব্যত্যয় ঘটালে ভিসা বাতিলসহ ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

ঢাকায় মার্কিন দূতাবাস তাদের ফেসবুক পোস্টে স্পষ্টভাবে উল্লেখ করেছে:
"যদি কনস্যুলার কর্মকর্তার ধারণা হয় যে কোনো আবেদনকারী যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়ার মাধ্যমে শিশুর নাগরিকত্ব অর্জন করতেই ভ্রমণ করতে চায়, তাহলে সেই আবেদন বাতিল করা হবে। এটি অনুমোদিত নয়।"

 

 

১৪তম সংশোধনী অনুযায়ী, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী প্রত্যেক শিশু স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিকত্ব লাভ করে। এই আইনের সুযোগ নিয়েই দীর্ঘদিন ধরে কিছু বিদেশি নাগরিক ট্যুরিস্ট ভিসা ব্যবহার করে সন্তান জন্মদানের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতেন। কিন্তু বর্তমানে সরকারের দৃষ্টিতে এটি করদাতাদের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করে, বিশেষ করে যখন বিদেশি নাগরিকরা চিকিৎসার খরচ না দিয়েই দেশে ফিরে যান।

বিশেষজ্ঞদের মতে, মার্কিন সরকারের এই নতুন পদক্ষেপ ‘জন্ম পর্যটন’কে ঘিরে গড়ে ওঠা ব্যবসা, দালাল চক্র এবং সংশ্লিষ্ট হাসপাতালগুলোর ওপর বড় ধরনের প্রভাব ফেলবে। উন্নত চিকিৎসা ও ভবিষ্যতের নিরাপত্তার আশ্বাস দিয়ে যেভাবে বিদেশি পরিবারগুলোকে আকৃষ্ট করা হতো, তা এখন অনেকটাই সীমিত হয়ে পড়বে।

এছাড়া, এই নীতির প্রেক্ষিতে ভবিষ্যতে ট্যুরিস্ট ভিসা আবেদনকারীদের জন্য আরও কঠোর যাচাই-বাছাই প্রক্রিয়া চালু হবে। কনস্যুলার কর্মকর্তারা আবেদনকারীদের ভ্রমণের উদ্দেশ্য নিয়ে অধিকতর প্রশ্ন করবেন এবং সন্তান জন্মদানের পরিকল্পনা থাকলে সরাসরি আবেদন প্রত্যাখ্যান করা হবে।

 

এই নতুন নীতি বাস্তবায়নের মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকার স্পষ্ট বার্তা দিচ্ছে—বৈধ ভিসার ব্যবহার নিশ্চিত করতে হবে এবং কোনোভাবেই ভিসার অপব্যবহার সহ্য করা হবে না।

আঁখি

×