
ছবি: সংগৃহীত
কাতারে অনুষ্ঠিত আর্থনা সামিটে অংশ নিতে গিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সফরের দ্বিতীয় দিন ঘোষণা আসে সদ্য প্রয়াত পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানের তারিখ। তখন প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেন, তাঁর দীর্ঘদিনের বন্ধু এবং দরিদ্র ও প্রান্তিক মানুষের এই মহান পথপ্রদর্শককে শেষ শ্রদ্ধা জানাতে তিনি অনুষ্ঠানে যোগ দেবেন।
তবে বড় একটি সমস্যার মুখে পড়তে হয়—শেষকৃত্যে অংশ নিতে হলে কালো পোশাক পরা বাধ্যতামূলক, বিশেষত কালো স্যুট। কিন্তু অধ্যাপক ইউনূস বহু বছর ধরে স্যুট পরা বন্ধ রেখেছেন। তিনি বরাবরই বাংলাদেশের গ্রামীণ চেক কাপড়ে তৈরি কুর্তা পরিধান করেন। সঙ্গে ছিল একটি কালো কোটি, কিন্তু কালো কুর্তার অভাব।
এ অবস্থায় তাঁর ব্যক্তিগত সহকারীরা দোহা শহরের বিভিন্ন মার্কেটে কালো কুর্তা খুঁজতে থাকেন। কিছু পাওয়া গেলেও দাম ছিল অত্যধিক। এরপর তাঁরা যান সাধারণ বাজারে, যদি কোনো দরজি পাওয়া যায় যিনি কয়েক ঘণ্টার মধ্যেই কালো কুর্তা তৈরি করতে পারেন। দীর্ঘ খোঁজাখুঁজির পর এক দোকানে পাওয়া যায় উপমহাদেশ থেকে আগত এক দরজি, যিনি অধ্যাপক ইউনূসকে চিনতেন এবং স্বতঃস্ফূর্তভাবে রাজি হন দ্রুত কুর্তা তৈরি করতে।
অবশেষে মাত্র প্রায় ৫ হাজার টাকায় তৈরি হয় কালো কুর্তা। সেই কুর্তা পরে অধ্যাপক ইউনূস অংশ নেন পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে।
এই পুরো অভিজ্ঞতা তুলে ধরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট করেন।
এএইচএ