ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

শাহরিয়ার নাজিম জয়

দেবদাস ভেবে ছিল তাকে ছাড়া পার্বতী বাঁচবে না, কিন্তু তার মৃত্যুতে পার্বতীর জ্বর পর্যন্ত আসলো না

প্রকাশিত: ২০:০৯, ২৩ মে ২০২৫; আপডেট: ২০:১৫, ২৩ মে ২০২৫

দেবদাস ভেবে ছিল তাকে ছাড়া পার্বতী বাঁচবে না, কিন্তু তার মৃত্যুতে পার্বতীর জ্বর পর্যন্ত আসলো না

ছবিঃ প্রতীকী

অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাসে লেখেন, “দেবদাস ভেবে ছিল তাকে ছাড়া পার্বতী বাঁচবে না। কিন্তু তার মৃত্যুতে পার্বতীর জ্বর পর্যন্ত আসলো না।”

তার এ পোস্টটি তিনি প্রতীকীভাবে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে করেছেন, যেখানে 'দেবদাস' বলতে তিনি বুঝিয়েছেন বিগত শেখ হাসিনা সরকার এবং আওয়ামী লীগকে, আর 'পার্বতী' বলতে বোঝানো হয়েছে বাংলাদেশকে।

এই প্রতীকী ভাষায় জয় বোঝাতে চেয়েছেন, বিগত আওয়ামী লীগ সরকারের পতনে দেশের কোনো ক্ষতি হয়নি, বরং দেশ আরো উন্নয়নের পথে এগোচ্ছে। তার মতে, বিগত শেখ হাসিনা সরকারের সময় যে রাজনৈতিক অচলাবস্থা ও স্থবিরতা সৃষ্টি হয়েছিল, তা থেকে দেশ এখন উত্তরণের দিকে অগ্রসর হচ্ছে। ফলে দেশ শেখ হাসিনাবিহীনই আরো উন্নত হয়ে উঠছে, সামনে আরো উন্নত হবে। 

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/16Kn6sCDBB/

মারিয়া

×