ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

’শুধুমাত্র ক্যামেরার সামনেই আপনার রক্ত গরম’ বলে খোঁচা দিলেন রাহুল গান্ধী

প্রকাশিত: ১৩:৫০, ২৩ মে ২০২৫; আপডেট: ১৩:৫৬, ২৩ মে ২০২৫

’শুধুমাত্র ক্যামেরার সামনেই আপনার রক্ত গরম’ বলে খোঁচা দিলেন রাহুল গান্ধী

ছবি : সংগৃহীত

পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাত নিয়ে ভারতের রাজনীতি এখন বেশ সরগরম। এমন অবস্থায় পাকিস্তানের সঙ্গে সংঘাত নিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খোঁচা দিয়েছেন দেশটির প্রধান বিরোধী নেতা রাহুল গান্ধী। তিনি মোদিকে খোঁচা দিয়ে প্রশ্ন তুলেছেন, শুধুমাত্র ক্যামেরার সামনেই আপনার রক্ত গরম হয় কেন?

মূলত ‘শরীরে রক্ত নয়, আমার শিরায় সিঁদুর টগবগ করে ফুটছে’— মোদির এমন বক্তব্যের জবাবেই রাহুল এই মন্তব্য করেছেন। 

কংগ্রেস নেতা ও লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তীব্র আক্রমণ চালিয়ে অভিযোগ করেছেন যে, সাম্প্রতিক অপারেশন সিন্ধুর সময় পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করে দিয়ে তিনি ভারতের সম্মান বিসর্জন দিয়েছেন।

এক্স (পূর্বতন টুইটার)-এ পোস্ট করে রাহুল গান্ধী লেখেন:

“মোদিজি, ফাঁকা বুলি বন্ধ করুন। শুধু বলুন: কেন আপনি সন্ত্রাস নিয়ে পাকিস্তানের কথায় বিশ্বাস করলেন? কেন আপনি ট্রাম্পের কথায় মাথা নত করে ভারতের স্বার্থ বিসর্জন দিলেন? কেন আপনার রক্ত কেবল ক্যামেরার সামনে ফুটে ওঠে? আপনি ভারতের গৌরব বিসর্জন দিয়েছেন!”

তিনি একই সঙ্গে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে প্রধানমন্ত্রী মোদিকে বলতে শোনা যায় যে, ভারত পাকিস্তানের এই প্রতিশ্রুতি মেনে নিয়েছে যে তারা সন্ত্রাসবাদে সহায়তা করবে না বা কোনো ধরনের সামরিক আগ্রাসন চালাবে না।

মোদি দাবি করেন, গত ২২ এপ্রিল কাশ্মিরের পেহেলগামে হামলার প্রতিশোধ মাত্র ২২ মিনিটেই নিয়েছে ভারত। আর, এরপরেই প্রধানমন্ত্রী মোদিকে ফের খোঁচা দেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

রাহুলের মতোই প্রায় একই ভাষায় মোদিকে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশও। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী মোদি শুধুমাত্র সিনেমার এবং ফিল্মি কায়দায় ফাঁকা বুলি দেন।

 

সূত্র - https://www.business-standard.com/india-news/

সা/ই

×