ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

নাজমুন মুনিরা ন্যান্সি

এবার অন্তত জাতির কাছে প্রশ্ন করা বন্ধ করেন, আর নির্লজ্জ্ব হইয়েন না আপা

প্রকাশিত: ১৫:১৫, ২৩ মে ২০২৫; আপডেট: ১৫:১৬, ২৩ মে ২০২৫

এবার অন্তত জাতির কাছে প্রশ্ন করা বন্ধ করেন, আর নির্লজ্জ্ব হইয়েন না আপা

ছবিঃ সংগৃহীত

কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি সম্প্রতি তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করেছেন। সেখানে তিনি লিখেছেন,

"এবার অন্তত জাতির কাছে ‘প্রশ্ন’ করা বন্ধ করুন, আর নির্লজ্জ হবেন না আপা! মানুষ এতটা... হয় কীভাবে! বুঝে আসছে না।"

মূলত তিনি শেখ হাসিনার প্রসঙ্গ তুলে ব্যঙ্গার্থক ভঙ্গিতে এ মত ব্যক্ত করেছেন। বিগত শেখ হাসিনা সরকার দেশে গুম, খুন, হত্যা, গণহত্যা, দুর্নীতি এবং শেষে জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। কিন্তু ভারত থেকেও তিনি মাঝে মাঝে অডিও বার্তা ফেসবুকে প্রকাশ করছেন, যেখানে তিনি বিভিন্ন সময়ে জাতির উদ্দেশে বিভিন্ন প্রশ্ন ছুড়ে দিচ্ছেন। জাতির কাছে ক্ষমা চাওয়ার বিপরীতে, অনুশোচনা প্রকাশ না করে বরং জাতিকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানা ক্ষতিকর কাজ করে যাচ্ছেন। যার দরুণ ন্যান্সি লিখেছেন।

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/18sfvmEG4U/

মারিয়া

×