
ছবিঃ সংগৃহীত
কৃষিকাজসহ নিত্য প্রয়োজনীয় নানা কাজে সীমান্ত পাড়ি দিতে হয় উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলের মানুষদের। সেই সুযোগে চোরাকারবারিদেরও রয়েছে নিয়মিত যাতায়াত। আর এসব "নিয়ন্ত্রণ" করতে গিয়ে হত্যা ও নির্যাতন যেন নিয়মে পরিণত করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
২০২০ সালে নওগাঁর পোরশা সীমান্তে গিয়েছিলেন সুভাষচন্দ্রসহ কয়েকজন। অন্যরা ফিরলেও সুভাষ আর ফিরেনি। পরিবারের অভিযোগ, বিএসএফ-এর নির্যাতনেই মৃত্যু হয়েছে তার।
আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফ-এর হাতে নিহত হয়েছেন ১৫১ জন বাংলাদেশি। শুধু রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও জয়পুরহাটেই প্রাণ হারিয়েছেন ৩৪ জন।
সম্প্রতি সীমান্তে আইন উপেক্ষা করে কাঁটাতারের বেড়া নির্মাণসহ নানা ছোটখাটো বিষয়েও বিএসএফ-এর অতিসক্রিয় ও আগ্রাসী আচরণ উদ্বেগ বাড়াচ্ছে সীমান্তবাসীদের মধ্যে। নিরাপত্তার নামে এমন প্রাণঘাতী পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলছে মানবাধিকার সংগঠনগুলো।
মুমু